নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মানসিক অবসাদে ভোগা সত্তে¡ও সাকিব আল হাসান গিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে গিয়ে জেনেছেন, একসাথে অসুস্থ পরিবারের তিন সদস্য। এমন পরিস্থিতিতেও দল ছেড়ে আসেননি, খেলেছেন দ্বিতীয় ওয়ানডে। এমনকি তৃতীয় ও শেষ ওয়ানডেতেও খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের। সাকিবের এই ত্যাগের মানসিকতা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব চাইলেই যেকোনো সময় দেশে ফিরে আসতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
সাকিবের মা শিরিন আক্তার হৃদরোগ নিয়ে চিকিৎসকদের তত্ত¡াবধানে রয়েছেন। মেজো মেয়ে ও একমাত্র ছেলে সন্তানও অসুস্থতা নিয়ে হাসপাতালে। এমন পরিস্থিতিতে সাকিব নেই পরিবারের সঙ্গে। যদিও সাকিব নিজেই ছুটির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। বোর্ড সাকিবকে পরিবারের পাশে থাকার অনুমতি দিলেও এখনও তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এই বিষয়টিই মুগ্ধ করেছে পাপনকে, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরই বলেছিল ওর পরিবারের সবাই অসুস্থ। আমি বলেছি- ও আসতে পারে। পরিবার সবসময়ই গুরুত্বপ‚র্ণ। তাদের জন্য অবশ্যই যেকোবো সময়ই আসতে পারে। ও বলেছিল দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে, এরপর বলল আমি এখন আসছি। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। এরপরে কাল বলল তৃতীয় ম্যাচ শেষে আসব।’ সাকিব চাইলেই যেকোনো সময় পরিবারের কাছে আসতে পারবেন, সেই সুযোগ রেখেছে বোর্ড জানিয়ে পাপন বলেন, ‘আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে, যেহেতু পরিবারের জরুরী প্রয়োজন। সে যেকোনো সময় আসতে পারে। ও যে খেলছে এটা তো অবশ্যই আমাদের জন্য বিরাট ব্যাপার। ও স্যাক্রিফাইস করছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।