Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভীত’ ন্যাটোর বিরুদ্ধে তোপ দেগে পুতিনের সঙ্গে সাক্ষাতে মরিয়া জেলেনস্কি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১১:৩৭ এএম

ন্যাটোর ভূমিকা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক জোটটির সদস্যপদ না পাওয়া নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া তিনি।

সোমবার ইউক্রেনের এক সংবাদমাধ্যমে জেলেনস্কি বলেন, “হয় ন্যাটো বলুক তারা আমাদের সদস্যপদ দিচ্ছে আর না হলে মেনে নিক রাশিয়ার ভয়ে তারা আমাদের জোটে সামিল করছে না। এবং এটাই সত্যি।” তবে জোটে সামিল না করলেও যুদ্ধ শেষ করতে ন্যাটো দেশগুলির কাজে ফের সামরিক সাহায্য চেয়েছেন তিনি। এদিকে রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা বসার জন্য ফের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। যুদ্ধের ক্ষয়ক্ষতির মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন তিনি বলে খবর।

বিশ্লেষকদের মতে, জেলেনস্কি সরকারের ন্যাটো সামরিক জোটে যোগদানের চেষ্টা এই যুদ্ধের অন্যতম কারণ। রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের ন‌্যাটোতে যোগদান নিয়ে বিপরীত ও বিরুদ্ধে মনোভাব প্রকাশ করে আসছে। কারণ ঘরের পাশের প্রতিবেশী ইউক্রেনের ন‌্যাটোতে যোগদানকে মস্কো নিজের নিরাপত্তার জন‌্য বড় হুঁশিয়ারি বলে মনে করছে। তবে কয়েকদিন আগেই বর্তমান পরিস্থিতিতে কিয়েভ ন‌্যাটোভুক্ত হওয়ার দাবি ছেড়ে সরে আসছে বলে জানিয়েছিলেন জেলেনস্কি। কিয়েভের এই অবস্থান থেকে সরে আসার অর্থ, নিশ্চিতভাবেই দুই দেশের মধ্যে যুদ্ধে যতি পড়ার ইঙ্গিত। কিন্তু এবার ফের ন্যাটোর কাছে আবেদন জানিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট। সূত্র: রয়টার্স।



 

Show all comments
  • Md. Sanaullah Sarker ২৩ মার্চ, ২০২২, ১:৪৩ পিএম says : 0
    Not ready for 3rd world war in the Covid-19 situation.
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ২২ মার্চ, ২০২২, ৫:৩৩ পিএম says : 0
    এই নাট্যকারের কারনেই তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত হতে পারে,ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এত জ্ঞান হীন যে এই নাট্যকারের কথা শুনে পুরা পৃথিবীতে তৃতীয় বিশ্ব যুদ্ধ করে মানব জাতি ধ্বংস করে দিবে,আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই জানেন যে রাশিয়া যেহেতু ইউক্রেন আক্রমন করেছে এত এব রাশিয়া পিছনে হটবে না ,আর রাশিয়ার বিপক্ষে যদি আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সাপেট করেন,তবু ও রাশিয়া পিছনে যাবে না,এর সিদ্ধান্ত শেষ পযন্ত তৃতীয় বিশ্ব যুদ্ধ,এই জন্য আমেরিকার ইউরোপীয় ইউনিয়ন এই নাট্যকারের কথা শুনে কিছু করতে গেলেই পৃথিবীতে মানবজাতির ইতিহাসে শেষ করতে হবে,এই জেলেনসকি একজন নাট্যকার সে পৃথিবীর এবং মানবজাতির এবং তৃতীয় বিশ্বযুদ্ধে কি ভয়নকর হবে সে কি জানে,সে নিজেই ইউক্রেন থেকে লোক জন কে বাহিরে যেতে দিচ্ছে না,জেলেনসকি নিজেই জনগণ কে হত্যা করছে,রাশিয়া বার বার অনুরোধ করছে লোক জন সরে যাওয়ার জন্য সময় ও দিতেছে কিন্তু জেলেনসকি দিচ্ছে না,জনগণ নিহতের ঘটনায় রাশিয়ার দোষ নেই,যাই হোক রাশিয়া পিছনে হটবে না নিশ্চিত,আমাদের অনুরোধ জেলেনসকি ইউক্রেন এর ক্ষমতা ছেড়ে দিন,এবং আপাতত রাশিয়া যে ভাবে বলেন রাশিয়ার কথা শুনলে ভালে হবে,অন্যথায় আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন যদি এই জেলেনসকির কথা শুনেন সব কিছু শেষ হবে,আর যদি পৃথিবীর মানচিত্রের সংশোধন করতে চান তৃতীয় বিশ্ব অবশ্যই করা জরুরি,কেউ খাবে কেউ খাবে না তাহ হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ