Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন ইস্যুতে ইউরোপের চার দেশের নেতাদের সঙ্গে কথা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:৪৪ এএম | আপডেট : ১১:৩১ এএম, ২২ মার্চ, ২০২২

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেন ইস্যুতে ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাইডেন।
টেলিফোন আলাপের পর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনে রাশিয়ার হামলাকে নৃশংস হিসেবে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরের ধ্বংসযজ্ঞ ছবি, আর সেখান থেকে এখনো কালো ধোঁয়া উঠছে। চারদিক থেকে রুশ বাহিনীর ঘিরে রাখা মারিউপোল শহরে অবস্থান করা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক ছাড়া ইউক্রেনের যুদ্ধের অবসান সম্ভব নয়। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২২ মার্চ, ২০২২, ৩:৪০ পিএম says : 0
    আমেরিকা রাষ্ট্রের আচরণ দান অনুদান পৃথিবীর পরাশক্তি নিজেই জাতীয় সংঘের মত আচরণ। নিজেই যে কোন রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।একমাত্র চীনের ট্রিলিয়ন ট্রিলিয়ন শক্তিশালী অর্থনীতি কাছে পরাজিত হচ্ছে কিছু কিছু জায়গাই ইতিমধ্যে আমেরিকা পিছনে পেলে দিয়েছে চীন। ভবিষ্যতে আমেরিকা কে ছাড়িয়ে যাবেন। মহামারী বিশ্ব বানিজ‍্য পৃথিবীর অর্থনীতির কঠিন অবস্থা সেখানে চীন শক্তিশালী অবস্থানে। এখানেই সব হিসাব নিকাশ পৃথিবীকে অশান্ত করতে হবে। যুদ্ধে দামামা বাজিয়ে দিতে হবে উস্কানি পর উস্কানি দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ বাদিয়ে দিলো। ইউক্রেনের কৌতুক অভিনেতা আন্তর্জাতিক রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের বলি হলো। যখনই এই উপলব্দি হলো বাস্তব পরিস্থিতি মুখোমুখি হলো ইউক্রেন ধ্বংস হচ্ছে। হাজার হাজারো সেনার মৃত্যু হচ্ছে ট্রিলিয়ন ডলারের অস্ত্র ধ্বংসযজ্ঞ হচ্ছে। ত্রিশ লক্ষ দেশান্তরি হলো হাজারো মৃত্যু দেশের অর্থনীতি ধ্বংস হয়েছেন। কি আমেরিকার সাথে বন্ধত্ব ন‍্যাটোর সদস্য হওয়ার জন্যে। চিরতরে জেলেনস্কি কে বুঝিয়ে দিয়েছেন ন‍্যাটো আমেরিকার বন্ধুত্বের পরিণতি কি? ইউক্রেন এখন ধ্বংসযজ্ঞের মধ্যে পৃথিবী এতোদিন পর আন্তর্জাতিক কৃষ্টান ইহুদিদের যুদ্ধ দেখছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরাইল ইরাক লিবিয়া আফগানিস্তান ফিলিস্তিন গোটা উপসাগরীয় এই এলাকা লক্ষ লক্ষ মানুষের রক্তে ক্ষতবিক্ষত রক্তাক্ত সাগর বানিয়ে কবরস্থানে পরিণত করেছেন। আমেরিকা গনতন্ত্র জন্যে চিৎকার করে গনতন্ত্রের দোকান খুলে বসেছেন।এখন বাইডেন নামা মধ্যপ্রাচ্যে মানছেনা এমনকি আরবরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন পযর্ন্ত ধরছে না।দক্ষিণ এশিয়াই চীনের প্রভাবশালী দক্ষ নিয়ন্ত্রণকারী হওয়াই আমেরিকার মাথা ব‍্যাথার একমাত্র কারণ যুদ্ধবাদিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রবিক্রির আন্তর্জাতিক বাজারের বড় সওদাগর বাইডেনরা। বাংলাদেশ ইতিমধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে। বিশ্ব অর্থনীতি মার্কিন ডলার রিজার্ভের ঘর আমেরিকার মিত্র ইউরোপীয় ইউনিয়নভুক্তরা ইতিবাচক কিছু কথা ইতিমধ্যে বলেছেন এরা আমেরিকার শিষ্য। আমেরিকার নীতি আদশ‍্য বুঝা কঠিন। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার চরিত্র সম্পর্কে সবাই জানেন তারপরও সবাই আমেরিকার মার্কিন সামরাজ্ব‍্যবাদী চরিত্রের কাছে মার্কিন ডলারের কাছেই বন্ধি বাংলাদেশের বিরাট সাহায্যকারী দেশ আমেরিকা। টিকার সর্বোচ্চ দাতাদেশ তালিকায় আমেরিকা এই সব সাহায্যকারী সহযোগিতায় অবশ্যই সম্মানের। বাস্তবতা হচ্ছে আমেরিকাই এই পৃথিবীর অশান্তির সব ঘটনার মহানায়ক। জানিনা আমার মতামত কতটুকু সত্য। চলবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ