মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) এর প্রেসিডেন্ট ফ্রান্সেসকো রোকা বলেছেন, ইউক্রেনের এক-তৃতীয়াংশ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিন কিংবা সপ্তাহখানেকের মধ্যে ইউক্রেনের আনুমানিক ১ কোটি ৮০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হবে।
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ফ্রান্সেসকো রোকা বলেন, ‘ইউক্রেনের বিধ্বংস পরিস্থিতিতে আগামী দিনগুলোতে মানবিক সহায়তার প্রয়োজন আরও বাড়তে থাকবে। ক্রমবর্ধমান সহিংসতা এবং সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনের অনেক অংশে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এটি সহজ নয়।’
উল্লেখ্য, যুক্তরাজ্যর গোয়েন্দা দপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী সম্ভবত আগামী দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।