Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তনুশ্রীকে ‘দ্য কাশ্মির ফাইলস’ নির্মাতার অশ্লীল প্রস্তাব!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৯:৩৪ এএম

ভারতজুড়ে আলোচনায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মির ফাইলস’। এরই মধ্যে ১৫ কোটির বাজেটে নির্মিত এই ছবিটি ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এই ছবি মুক্তির পর থেকেই নির্মাতাকে নিয়ে আলোচনার শেষ নেই। চারদিকে যখন বিবেক অগ্নিহোত্রীর প্রশংসার জোয়ার বইছে। তখন সামনে এসেছে কয়েক বছর আগের একটি অভিযোগ। যেখানে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। ২০১৮ সালে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি।

তবে ঘটনাটি ২০০৫ সালের। তখন বলিউডে তনুশ্রী নবীন শিল্পী। ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই তিক্ত অভিজ্ঞতা হয়। তনুশ্রী বলেন, ‘‘আমার শট ছিল না। আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের উপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, ‘যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচো। তাহলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে।’ আমি হতবাক হয়ে যাই এটা শুনে’’

তনুশ্রী আরও বলেন, ‘‘সে সময় ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, ‘আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি অভিনেতা। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে। কী সব বলছ তুমি? কাউকে কাপড় খুলে আমার সামনে নাচতে হবে না!’’

ওই সেটে ছিলেন সুনীল শেঠিও। তিনিও তনুশ্রীর পাশে দাঁড়ান। সে কথা মনে করে তনুশ্রী বলেন, ‘ইরফান ও সুনীলের মতো মানুষের জন্যই আজও বলিউডের ওপর থেকে পুরোপুরি বিশ্বাস হারাইনি আমি।’

যদিও তনুশ্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, ‘জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হয়েছে। আদতে সব মিথ্যা ও ভিত্তিহীন।’

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে বিবেক অগ্নিহোত্রী তেমন পরিচিত ছিলেন না। বিভিন্ন বিতর্ক ছাড়া তার নাম চর্চায় আসত না। তাই নতুন সিনেমার সাফল্যের ফাঁকে অতীতের ঘটনাও মাথাচাড়া দিয়ে উঠেছে।

সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অশ্লীল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ