Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্লীল ভিডিও সরবরাহের দায়ে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের দায়ে সিদ্ধিরগঞ্জ থেকে একজনকে আটক করেছে র‌্যাব-১১। এসময় ১টি মনিটর, সিপিইউ, পেনড্রাইভ এবং মেমরি কার্ড জব্দ করা হয়। গত সোমবার সন্ধ্যার দিকে সানারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আবুল কালাম আজাদ বরগুনার তালতলীর গাববাড়ীয়া এলাকার রুহুল আমিন তালুকদারের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত মো. আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট (কমফোর্ট ডেন্টাল সংলগ্ন) এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার, পেনড্রাইভ ও মেমরি কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।
তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীরা টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অশ্লীল ভিডিও সরবরাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ