পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে এক কলেজছাত্রী ও তার মার পোশাক পাল্টানোর দৃশ্য ভিড়িও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমিক দিয়ে টাকা দাবির ঘটনায় গ্রেফতার দুই শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন-অভিষেক সেন শর্মা (২১) ও আদিত্য বড়ুয়া (১৮)। তারা সম্পর্কে খালাত ভাই। অভিষেক নগরীর বেসরকারি ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটির ছাত্র এবং আদিত্য সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বুধবার নগরীর প্রর্তক সংঘ পাহাড় ও নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রবর্তক সংঘের বাসিন্দা এক যুবক কিছুদিন আগে ওই ছাত্রীর বাসার জানালা দিয়ে মা মেয়ের ভিডিও ধারণ করে অভিষেককে দিয়েছে। আর অভিষেক সেটি আদিত্যকে দিয়েছে। তারা সবাই মিলে ওই কলেজছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। পাঁচলাইশ থানায় করা ওই ছাত্রীর মামলার তথ্য থেকে জানা যায়, গত ২৯ মার্চ অভিষেক তার ফেইসবুক ম্যাসেঞ্জারে জানায় তার একটি অশ্লীল ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।
দেখতে চাইলে অভিষেক তার হোয়াটস আপ নম্বরে ভিডিওটির একটি লিঙ্ক দেয়। বিষয়টি নিয়ে কলেজ ছাত্রীর মাও অভিষেকের সঙ্গে কথা বলেন। এসময় অভিষেক টাকা না দিলে এসব ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।
সে একটি মোবাইল নম্বর দিয়ে সেখানে নয় হাজার টাকা পাঠাতে বলে। নম্বরটিতে বিকাশ অ্যাকাউন্ট না থাকায় টাকা পাঠানো যায়নি। টাকা না দেওয়ায় মঙ্গলবার রাতে অভিষেক ফের ওই ছাত্রীর ম্যাসেঞ্জারে তার মার একই রকম ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে হোয়ার্টস আপ নম্বরে সেটিরও লিঙ্ক দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।