Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশপন্থী ১৫শ’ মিডিয়া আউটলেট বন্ধ ও ১১ দল নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেনে রাশিয়াপন্থী প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন মিডিয়া আউটলেটের মাধ্যমে। এমন প্রায় ১৫০০ মিডিয়া আউটলেট বন্ধ করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইন্টারফ্যাক্স-ইউক্রেন বার্তা সংস্থা এ খবর দিয়েছে। পুলিশকে উদ্ধৃত করে এ খবর জানানো হয়েছে। ব্লক করে দেয়া এসব চ্যানেলের গ্রাহক ছিল প্রায় দেড় কোটি মানুষ। উপরন্তু ৩১৭৮ টি প্রকাশনা যুদ্ধাপরাধকে বৈধতা দিচ্ছে এবং ইউক্রেনে বেসামরিক জনগণের মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দেখাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে ইউক্রেনের সাইবার পুলিশ টেলিগ্রামের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এসব ব্যবস্থা নিয়েছে। অপরদিকে, ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে প্রকাশ করা ভিডিওবার্তায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই বিধিনিষেধের ঘোষণা দেন জেলেনস্কি। ইউক্রেীয় প্রেসিডেন্টের নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার বিরোধী প্লাটফর্ম ‘ফর লাইফ’ও রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দলটির প্রতিনিধি রয়েছে এবং এটি রাশিয়াপন্থি বৃহত্তম ইউক্রেীয় দলগুলোর মধ্যে একটি। ইউক্রেনের বিরোধী রাজনৈতিক ব্লকের আরও যেসব দলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে- পার্টি অব শারিয়া, আওয়ার্স, লেফট অপোজিশন, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, স্টেট, প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রে, সোশ্যালিস্ট পার্টি ইউক্রে, সোশ্যালিস্টস এবং ভ্লাদিমির সালদো ব্লক। ইন্টারফেক্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ