Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ছে আলফার সদস্য, যোগ দিচ্ছেন যুবকেরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১১:৪৪ এএম

আলফা স্বাধীনে যোগ দিয়েছে অসমের আরও পাঁচ জন যুবক। পুলিশ সূত্রে খবর, শিক্ষিত ওই যুবকেরা গত কয়েক দিনে বাড়ি ছেড়ে অরুণাচল হয়ে আলফার শিবিরে পৌঁছেছে। পুলিশ জানায়, আলফায় যোগ দেওয়া যুবকরা হলেন নগাঁওয়ের কামপুরের তন্ময় বরা, দীপঙ্কর গোয়ালা, সুভাষ হীরা। তিনসুকিয়া থেকে যোগ দিয়েছেন মাকুমের সবুজ মরাণ, মঙ্গলদৈয়ের হীরকজ্যোতি বরা।

কামপুরের তিন যুবক বাইরে কর্মরত ছিলেন। এক সপ্তাহ আগে তারা বাড়ি ফেরেন। সুভাষের জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেননি তাঁরা। তিন জনের পরিবারই আলফা প্রধান পরেশ বরুয়া ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে ছেলেদের ঘরে ফেরানোর আর্জি জানিয়েছে।

উল্লেখ্য, হিমন্তবিশ্ব শর্মার সরকার দায়িত্ব নেওযার পরে পর পর তিন দফায় করোনার জন্য সংঘর্ষবিরতির মেয়াদ বাড়িয়েছিল আলফা। হিমন্ত পরেশকে শান্তি আলোচনায় আহ্বান জানালেও আলোচনা শুরু হয়নি। সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আলফা সংঘর্ষবিরতিও শেষ করেছে। বৃহস্পতি বারই ‘সৈনিক দিবসের’ বিবৃতিতে আলফা স্বাধীনের প্রধান পরেশ বরুয়া বলেন, “অসমের প্রতি পিতা-মাতার উচিত স্বদেশ-স্বজাতির অস্তিত্বের সঙ্কটের সময় অন্তত এক জন সন্তানকে মাতৃভূমির সেবার জন্য পাঠানো উচিত। মাতৃভূমির সেবা করে দেশপ্রেমের উজ্জ্বল নিদর্শন তৈরি করা সময়ের দাবি।”

অবশ্য সংঘর্ষবিরতির মধ্যেও আলফা পুরোদমে সদস্য নিয়োগ চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২১ সেপ্টেম্বর থেকে এ বছর মার্চ পর্যন্ত আলফায় যোগ দিয়েছে ২২১ জন যুবক ও তরুণী। এর মধ্যে শুধু উদালগুড়ি থেকেই আলফায় যোগ দিয়েছে অন্তত ১৬ জন। কিন্তু আলফা যখন ক্ষয়িষ্ণু শক্তি তখনই এত যুবক-যুবতী কেন আলফায় যোগ দিচ্ছে?

একাংশের মতে, সরকারি চাকরির অভাব, বেকারত্ব, সরকারি প্রকল্পের সুবিধে না মেলার কারণেই অনেকে আলফায় যোগ দিচ্ছে। আবার পুলিশের একাংশের মতে, শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা থাকায় দল ভারি করতে চাইছে আলফা। তাই পুরোদমে মগজধোলাই করা হচ্ছে গ্রামে গ্রামে। চুক্তি হলে মোটা পুনর্বাসন প্যাকেজের জন্যও অনেক ছেলেমেয়ে আলফায় যোগ দিতে যাচ্ছে। সূত্র: এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ