কৃষি বিভাগের অতিরিক্ত সচিব ড.মোঃ আব্দুর রৌফ বলেছেন সবজী ফসলের উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। এবার আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার দিকে।
এটা নিশ্চিত করতে পারলে যেমন জনস্বাস্থের
সুরক্ষা হবে তেমনিভাবে সম্প্রসারিত হবে রপ্তানি
বাজার।
ড. রৌফ শুক্রবার সকালে বগুড়ার শাজাহানপুর
উপজেলার প্রত্যন্ত পল্লী মানিক দিপা বিন্না তাইড় গ্রামে গ্রামে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপরোক্ত কথা বলেন। এপলক্ষ্যে সেখানে শেরপুর ও শাজাহানপুরের ১২০ জন সবজী চাষির সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের এই আয়োজনে সেখানে রাসায়নিক বালাইনাশক ছাড়া কিভাবে
নতুন কৌশলে নিরাপদ সবজী উৎপাদন করতে
হবে সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বগুড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ জুলফিকার হায়দার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, সিনিয়র সহকারী সচিব ইশরাত জাবিন প্রমুখ।
সমাবেশের আগে সিনিয়র কর্মকর্তাগন বগুড়ার
শেরপুর ও শাজাহানপুরের মাঠ পর্যায়ে প্রকল্পের আওতায় চলমান বরবটি ক্ষেত পরিদর্শন করেন। প্রকল্পটি বাংলাদেশে শাকসবজী ফল ও
পান ফসলের পোকামাকড় দমনে জৈব বালাই নাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন সম্প্রসারন প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে বলে জানাগেছে।