Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফসলের জমিতে পুকুর খনন

কমছে জমি ভাঙছে রাস্তাঘাট

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বড়াইগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কৃষিজমিতে অবাধে চলছে পুকুর খনন। সরকারি অফিসের অসৎ কর্মকর্তাদের যোগসাজশেই কৃষিজমির এমন ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযান চললেও কৃষি জমিসহ নদী ও খাসজমি দখল করে চলছে পুকুর খনন। এতে করে শুধু কৃষিজমিই নষ্ট হচ্ছে না, পরিবেশের ওপরও বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে সড়ক-মহাসড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত এর অবসান না হলে জলাবদ্ধতাসহ পরিবেশে বিরূপ প্রভাব পড়ারও আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ি বিলে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির পাঁচ বিঘা জমিতে অবৈধভাবে এস্কেভেটর গাড়ি দিয়ে অবাধে পুকুর খনন চলছে। চন্ডীপুর গ্রামে সাড়ে ৫ বিঘা জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন মাটি ব্যবসায়ী মানিক। আটুয়া গ্রামের বজলুর রহমান ও দুলাল হোসেন বিল দোবিলায় প্রায় আট বিঘা খাস জমি দখল করে জোরপূর্বক পুকুর খনন করছেন। গোপালপুর ইউনিয়নের পুর্ণকলস কুমিল্লাপাড়ায় শ্রী নিপুণ কুমারের আট বিঘা জমিতে পুকুর খনন করছেন মাটি ব্যবসায়ী কবির হোসেন। গোপালপুর ঘোপপাড়ায় ৪ বিঘা জমিতে পুকুর খনন করছেন আরেক মাটি ব্যবসায়ী আব্দুস সালাম। এছাড়া একই ইউনিয়নের গড়মাটি খাঁ পাড়ায় জামাত আলীর ৪ বিঘা জমিতে, মাঝগাঁও ইউনিয়নের বড়দেহা গ্রামে আবাদি জমির সঙ্গে পাশের বড়াল নদীর অর্ধেকটা দখল করে নিয়ে পুকুর খনন করা হচ্ছে। এছাড়া বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর, মেরিগাছা, মামুদপুর, কচুগাড়ি, কামারদহ-কুমরুল, রাজাপুর, চান্দাই ও নওদাজোয়াড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবাধে পুকুর খনন। এসব পুকুরের মাটি বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। সেই সাথে পাকা-কাঁচা ও মহাসড়ক ব্যবহার করছে মাটি বহনকারী ট্রাক্টর। এতে ক্ষতি হচ্ছে রাস্তাঘাট, ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পরিবেশ। ট্রাক্টর মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি গাড়ির মাটি বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকায়। সেই সাথে গাড়িগুলো চালাতে দেখা যায় বেশির ভাগই অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে। তাদের বয়স ১৫-১৮ বছরের মধ্যে। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর কোনো বৈধ কাগজপত্র নেই।

এলাকাবাসী জানান, মাঝে মধ্যে প্রশাসনের দু’একটি অভিযান চললেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমিতে পুকুর খনন। এর সাথে উপজেলা প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তারা জড়িত থাকায় কোনো পদক্ষেপই কার্যকর হচ্ছে না বলে জানান তারা। ইতিমধ্যেই ইউএনও’র অফিস সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে বিভিন্ন স্থানে পুকুর খননে সহায়তার অভিযোগে কমপক্ষে পাঁচজন ব্যক্তি পৃথক লিখিত আবেদন করেছেন। কিন্তু গত আড়াই মাসেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

রামাগাড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রাতভর রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলে, ট্রাক্টরের বিকট শব্দে ঘুমাতে পারি না। মাটি খেকোদের কারণে সারাদিন রোজা রেখে রাতে একটু শান্তিতে ঘুমাবো, সে উপায় নেই।

ইউএনও মারিয়াম খাতুন বলেন, কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে জেল-জরিমানাসহ গাড়ির ব্যাটারি জব্দ করা হচ্ছে। অফিস সহকারীর বিরুদ্ধে পাওয়া অভিযোগ তদন্তে এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফসলের জমিতে পুকুর খনন

১৮ এপ্রিল, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ