Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে পৃথক ঘটনায় দুই গৃহিণীর লাশ উদ্ধার!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ৮:০১ পিএম | আপডেট : ৮:০৫ পিএম, ১৭ মার্চ, ২০২২

আজ বৃহস্পতিবার, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ পৃথক পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করে।

জানা যায়, ঘোড়াঘাট উপজেলা খোদাদাতপুর দিঘিপাড়া গ্রামের ইন্তাজ আলীর পুত্র ইউসুফ আলীর স্ত্রী শারমিন আক্তার (১৮) অজ্ঞাত স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে একাকী আত্মহত্যা করে।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বড় হরিনাথপর গ্রামে মাহবুব নিয়ার কন্যা শারমিন আক্তার পরিবার জানান, গত এক মাস পূর্ব মেয়ের বিবাহ হয় ঘোড়াঘাট উপজেলার দিঘীপাড়া গ্রামে। বর্তমানে স্বামীর বাড়িতে সে ঘর-সংসার করছিল।

অন্যদিকে ঘোড়াঘাট জামিলা পুর ফরেস্ট এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় পৌর এলাকার খাদিম নগর গ্রামের রঞ্জু মিস্ত্রী স্ত্রী কোহিনুর বেগম( ২৮) মানসিক রোগে ভুগছিলেন। মানসিক রোগ থাকায় পিতা মাতার বড় বোনের বাড়িতে এসে চিকিৎসা করছিল। ঘটনার দিন সন্তানদের নিয়ে ফরেস্ট এলাকার বোনের বাড়িতে অবস্থান করছিল। তার দুই সন্তানকে নিয়ে কোহিনুর বেগম একটি ঘরে ঘুমাচ্ছিল।

গভীর রাতে মাকে বিছানায় না দেখতে পেয়ে সন্তানেরা কান্নাকাটি করলে বাড়ির লোকজন সহ প্রতিবেশী লোকজন খোঁজখবর করে পার্শ্ববর্তী ফরেস্ট এলাকায় কোহিনুর বেগমের লাশ দেখতে পায়। ঘোড়াঘাট থানা পুলিশকে সংবাদ দিলে ফরেস্ট এলাকা থেকে মৃতের লাশটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানায় দুটি পৃথক ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে বলে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ