নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবারের স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হবে ধামরাইয়ের বাথুলিস্থ ফিল্ম ভ্যালি টেনিস কোর্টের মনোরম পরিবেশে। শুক্রবার উদ্বোধনের পর থেকেই টুর্নামেন্টের খেলা হবে রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কোর্টে। এবারের আসরে ১৮টি ইভেন্টে প্রায় সাড়ে তিনশ’ খেলোয়াড় অংশ নেবেন। যেখানে উন্মুক্ত বিভাগে চারটি, জুনিয়র বিভাগে আটটি এবং মিনি টেনিস বিভাগে রয়েছে ছয়টি ইভেন্ট। প্রায় তিন লাখ টাকা প্রাইজমানি রাখা হয়েছে এই টুর্নামেন্টে।
বুধবার রমনার শেখ জামাল জাতীয় টেনিস ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর প্রকৌশলী এএসএম হায়দার।
তিনি বলেন, ‘টুর্নামেন্ট শেষে অসছ্বল দশ জন খেলোয়াড়কে ব্যাক্তিগতভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবো আমি। এছাড়া টেনিসে খেলোয়াড়দের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমার পক্ষ থেকে সহায়তা করবো। এছাড়া উদীয়মান খেলোয়াড়দের নিয়ে ছয় মাস পর পর চ্যালেঞ্জার্স টুর্নামেন্ট করে তাদেরকে পুরস্কৃত করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।