Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও নমনীয় হয়েছেন জেলেনস্কি?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৬:০৭ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগের থেকে অনেকটা নমনীয় হয়ে এসেছেন। ইতোমধ্যে তিনি ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করেছেন। এবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এখন অনেক বেশি বাস্তবসম্মত জায়গায় এসেছে। তবে আলোচনা সফল হতে এখনো কিছুটা সময় লাগবে।

মঙ্গলবার তার শেষ ফেসবুক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, ''রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে গেলে ইউক্রেনের সব নাগরিককে কাজ করতে হবে। যে আলোচনাকারী দল রাশিয়ার সঙ্গে এখন কথা বলছেন, তাদেরও কাজ করে যেতে হবে।'' এই আলোচনা বুধবারও চলবে। আলোচনাকে এখন অনেক বেশি বাস্তবসম্মত বললেও জেলেনস্কি তার কোনো বিশদ ব্যাখ্যা দেননি।

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, তারা ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া দনেৎস্ক, লুহানস্ক ও ক্রাইমিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে ন্যাটোকে। জেলেনস্কি এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আর ন্যাটোতে যোগ দিতে ইচ্ছুক নন।

চার মাসের রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে ২০০৬ সালে ইউক্রেনের প্রধানমন্ত্রী হন ভিক্টর ইয়ানুকোভিচ৷ পরে ২০১০ সালে নির্বাচিত হন প্রেসিডেন্ট৷ তার সঙ্গে ছিলে পুটিন সরকারের নিবিড় সম্পর্ক৷ ছবিতে ২০১০ সালে রাশিয়ার তখনকার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বন্দর সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে৷ ২০১৪ সালে বিক্ষোভের মুখে ইয়ানুকোভিচ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন৷

ইউক্রেনের তরফে আলোচনাকারী পডোলিয়াক জানিয়েছেন, ''আলোচনার ক্ষেত্রে কিছু মৌলিক বিরোধ আছে। তবে সমঝোতার জন্য জায়গাও আছে।'' জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসেও ভিডিও-ভাষণ দেবেন। এই নিয়ে একমাসের মধ্যে মার্কিন কংগ্রেসে এটা হবে তার দ্বিতীয় ভাষণ। সেখানে জেলেনস্কি কী বলেন, তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

জেলেনস্কির ভাষণের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘোষণা হলে, এক সপ্তাহের মধ্যে ইউক্রেনকে একশ কোটি ডলারের সাহায্য দেয়ার কথা জানাবে আমেরিকা।

এদিকে মার্কিন সেনেট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছে। বলা হয়েছে, পুতিন যে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টের তদন্ত করা উচিত। সূত্র: এপি, এফপি, রয়টার্স।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৬ মার্চ, ২০২২, ৮:২১ পিএম says : 0
    আমেরিকার নাক গলাবে কি জন্য পুতিন জেলেনসকি রাশিয়া মহাদেশের সন্তান অবশ্যই জেলেনসকি ও পুতিন এক হয়ে যাবে,কিন্তু আমেরিকা ও ইউরোপের নেতারা যদি জেলেনসকি কে হাওয়া দিতেই থাকেন,যুদ্ধ বন্ধ হবে না বরং ইউক্রেন ধ্বংস হয়ে যাবে,রাশিয়ার কিছুই হবে না,কিন্তু জেলেনসকি কোথায় যাবেন,এখনও সময় আছে ভাই ভাই এক হয়ে যাও,দুষমনেরা কথায় কান দিও না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ