Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন আশা করছে, মে মাসে যুদ্ধ বন্ধ হতে পারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১:৫৭ পিএম

আগামী মে মাসের শুরুর দিকে রাশিয়ার চলমান সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির সরকারের এক উপদেষ্টা বলছেন, এখন যে পরিস্থিতি চলছে, তাতে আগামী মে মাসের শুরুতে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সরঞ্জাম শেষ হয়ে যাবে এবং এতে করে সেসময় যুদ্ধ বন্ধ হতে পারে। ইউক্রেন সরকারের ওই উপদেষ্টার নাম অলেকসি অ্যারেস্টোভিচ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। -বিবিসি।

সোমবার রাতে অলেকসি অ্যারেস্টোভিচ বলেন, আমি মনে করি মে মাসের পরে নয়, মে মাসের শুরুতেই আমরা একটি শান্তি চুক্তি পাবো। এসময় তিনি সামনের মাসগুলোতে দু’টি সম্ভাব্য ফলাফলের রূপরেখা দেন। তিনি আরও বলেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে (ইউক্রেন থেকে) সৈন্য প্রত্যাহার এবং সবকিছু-সহ খুব দ্রুত একটি শান্তি চুক্তি সম্পন্ন হবে, অথবা তারা আরও কিছু সময় ইউক্রেনে সিরিয়ান যোদ্ধাদের মতো যোদ্ধাদের রাখার চেষ্টা করবে। তবে যখন আমরা তাদেরও পিষে ফেলব, এরপর এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে একটি চুক্তি হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এর আগে দাবি করেছিল যে, ইউক্রেনে যুদ্ধের জন্য সিরীয় যোদ্ধাদের নিয়োগ করার চেষ্টা করছে রাশিয়া। যদিও পেন্টাগনের এই দাবি যাচাই করা যায়নি। এদিকে চলমান সংকট সমাধানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন রাউন্ড আলোচনা শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও ভিডিওলিংকের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে অলেকসি অ্যারেস্টোভিচ ব্যক্তিগতভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় সংশ্লিষ্ট নন বলে জানিয়েছে বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ