মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার আরও ১৭ জন ধনকুবের ও কর্মকর্তা সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এদের মধ্যে ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ ও তার পরিবারের সদস্যরাও রয়েছেন। আর বাকি ১১ জন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা’র সদস্য। ইউক্রেনে সেনা অভিযানের প্রতিবাদে এ পর্যন্ত ৬১ রাশিয়ান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। -আল জাজিরা
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের নিউজ বুলেটিন লাইভের সময় ‘যুদ্ধ চাই না’ প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী। আর এমন সাহসী কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি সেই রাশিয়ানের প্রতি কৃতজ্ঞ, যে আসল সত্যটা চেপে যায়নি। যে মিথ্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে, সত্য কথা বলে। তার প্রকৃত বন্ধু ও ভালোবাসার মানুষদের প্রতিও আমি কৃতজ্ঞ। জেলেনস্কি আরও বলেন, ‘বিশেষভাবে টিভি স্টুডিওতে ঢুকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করা ওই নারীকে ধন্যবাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।