Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধই থাকল, রাজ্যজুড়ে ১৪৪ ধারা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:৫৭ পিএম | আপডেট : ১:৩০ পিএম, ১৫ মার্চ, ২০২২

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শ্রেণিকক্ষে হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি এই রায় দেন। তিনি বলেন, মুসলিম মহিলাদের জন্য হিজাব পরা অপরিহার্য ধর্মীয় রীতি নয়।

বহু প্রতীক্ষিত হিজাব মামলার রায়ের আগে রাজ্যের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজধানী বেঙ্গালুরুতেও পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।


আবেদনকারীদের অভিযোগ ছিল, হিজাব নিষিদ্ধ করে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। হিজাব পরা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। তবে আবেদনকারীদের সেই দাবিকে নাকচ করে দিল রাজ্যের হাইকোর্ট বেঞ্চ। আদালত রায়ে বলেছে, স্কুল বা কলেজগুলির পূর্ণ অধিকার রয়েছে প্রতিষ্ঠানের ইউনিফর্ম নির্ধারণ করার।

এদিকে হিজাব মামলার রায়দানের আগের থেকেই কর্ণাটকের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রায়দান হতেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আদালতের রায়কে স্বাগত জানাই। আমি সকলের কাছে আবেদন করছি যে রাষ্ট্র ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে হাইকোর্টের আদেশ মেনে শান্তি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মৌলিক কাজ হল পড়াশুনা করা। তাই এসব বাদ দিয়ে তাদের পড়াশুনা করা উচিত এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

উল্লেখ্য, কর্ণাটকের বিভিন্ন কলেজে হিজাব নিষিদ্ধ হতেই হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন।

গত বছরের ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে একাধিক কলেজে একই নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তারইমধ্যে একগুচ্ছ আবেদন দায়ের হয় হাইকোর্টে।


এর আগে কর্ণাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ও গেরুয়া শাল ব্যবহার নিষিদ্ধ করেছিল।

আবেদনকারীদের তরফে তাদের আইনজীবী আনাস তনভির মামলার রায়ের পরই টুইট করে জানান, তারা শিগগিরই শীর্ষ আদালতে যাবেন। পাশাপাশি প্রাথমিকভাবে হিজাব মামলায় ‘ধাক্কা’ খেলেও বিচার ব্যবস্থা এবং সংবিধানের প্রতি তার মক্কেলদে আস্থা অটুট রয়েছে বলে জানান তিনি।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘উদুপি হিজাবকাণ্ডে আমার মক্কেলদের সঙ্গে দেখা করলাম এই। ইনশা আল্লাহ শিগগির আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব। ইনশা আল্লাহ আশা করছি এই শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার বজায় রেখে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই মেয়েগুলো আদালত এবং সংবিধানের উপর নিজেদের আস্থা হারায়নি এখনও।’



 

Show all comments
  • jack ali ১৫ মার্চ, ২০২২, ১:১৮ পিএম says : 0
    নরাধম নরপিচাশ ইন্ডিয়া বর্বর তারা আমাদের প্রয়োজন অন্যতম অত্যাচার করছে আমাদের ধর্মকে মানতে দেয় না অথচ আমরা ইন্ডিয়া যখন শাসন করতাম ইচ্ছা করলে আমরা সব হিন্দুকে হত্যা করে ফেলতে পারতাম আমাদের উচিত ছিল হিন্দুকে হত্যা করা তাহলে ওরা আমাদের পরে আর বিচার করতে পারতোনা হিজাব হচ্ছে আল্লাহর আদেশ এটা হচ্ছে একটা ফরজ ইবাদত আর এই ফরজ ইবাদত আমাদেরকে তথ্য দিচ্ছে না কারণ শয়তান মুসলিম দেশ কোন কোন কথা বলনা ইন্ডিয়ার বিরুদ্ধে
    Total Reply(1) Reply
    • aakash ১৫ মার্চ, ২০২২, ৫:২৮ পিএম says : 0
      Sashon!!!!!!!!!!! ohhhhhhhhh ........ tai naki ....
  • Hasan Hasan ১৫ মার্চ, ২০২২, ২:৩৪ পিএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠানেরও মূল কাজ লেখাপড়া করানো,শিক্ষার্থীদের পোশাক কেমন হবে-তা নিয়ে তাদের নাক গলানো উচিত নয়।
    Total Reply(0) Reply
  • Md. Amir Hossain Sardar ১৫ মার্চ, ২০২২, ৭:০৬ পিএম says : 0
    হাসান ভাইয়ের মন্তব্য খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ । ধর্মীয় বিধান সমুহের কোনটি গুরুত্বপূর্ণ সেটা ঐ ধর্মের অনুসারীদের জানার কথা, অন্য ধর্মাবলম্বীদের কাছে সেটা অপ্রয়োজনীয় মনে হতে পারে । ইসলামে পর্দা বা হিজাব স্বয়ং আল্লাহ পাকের আদেশ এবং তার প্রয়োজন বাস্তবে প্রমাণিত । যুবতী মেয়েরা খোলা মেলা হলে পুরুষের দৃষ্টি ও মন আকৃষ্ট হয়ে থাকে এবং পরিনামে ধর্ষণ পর্যন্ত ঘটে চলেছে । এগুলো সকল ধর্মের অনুসারীদের ক্ষতির কারণ হচ্ছে । একারণে মুসলমান মেয়েদের জন্যে পর্দা বা হিজাব জরুরী করা হয়েছে । তাই এর বিরোধিতা না করে এটা হিন্দু সম্প্রদায়ের স্ত ভেবে দেখা উচিত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ