Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কলকাতার সিনেমায় বাংলাদেশের নাদিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৩:৩০ পিএম

বাংলাদেশের অনেক তারকা অভিনেত্রী এরই মধ্যে কলকাতার সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার তাদের দলে যুক্ত হচ্ছেন দেশের মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি নির্মাণ করবেন শিব রাম শর্মা আর এর গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ক্যারয়ারের শুরু থেকেই আমি সব সময়ই একটু ভিন্ন গল্পে কাজ করতে চেয়েছি। সুনেত্রা সুন্দরমের ভাবনাটি আমার বেশ আলাদা মনে হয়েছে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। এটি সামাজিক সচেতনতামূলক বিষয় শৌচাগার নিয়ে ছবিটি হতে যাচ্ছে’।

নাদিয়া জানিয়েছেন সিনেমাটির শুটিং-এ অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন স্থানে। সিনেমার গল্পটি হচ্ছে নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়ে।

‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের ফারজানা চুমকিসহ আরও অনেকে।

উল্লেখ্য, সালহা খানম নাদিয়া ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত।

‘সুনেত্রা সুন্দরম’ হতে যাচ্ছে নাদিয়ার চতুর্থ সিনেমা। নাদিয়া অভিনীত প্রথম সিনেমা আবু সাইয়ীদ পরিচালিত ‘ড্রেসিং টেবিল’। এরপর রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ও ভিকি জাহেদের ‘রেডরাম’ সিনেমায়ও অভিনয় করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ