Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

হলে হলে ঘুরে দর্শক জরিপ ‘গুণিন’ টিমের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১১:৩৪ এএম

১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি-শরিফুল রাজ অভিনীত গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত সিনেমা ‘গুণিন’। মুক্তির পর থেকেই সিনেমাটির পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা হলে হলে ঘুরে দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করছে। শনিবারও (১২ মার্চ) এর ব্যতিক্রম হয়নি। বিকেল সাড়ে ৫টায় শ্যামলী সিনেমা হলে ও ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সেখানে উপস্থিত হয় পুরো ‘গুণিন’ টিম।

‘গুণিন’ সংশ্লিষ্টরা বলছেন, এই সিনেমাটির মাধ্যমে ফের হলমুখী হচ্ছে দর্শকরা। আর সেটি বেরিয়ে আসছে ‘গুণিন’ টিমের জরিপে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সারাদেশের ২০টি সিনেমা হলে চলছে। আপনারা দলে দলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। সিনেমাটা ভালো হলে ভালো বলেন, খারাপ হলে খারাপ বলেন।’

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। স্টার সিনেপ্লেক্সে তিনিও ছিলেন দর্শক সারিতে। তিনি বলেন, ‘গুণিন আমার খুব কাছের একটা কাজ। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনিও দুর্দান্ত কাজ করেছেন সেই লুকটা আনার জন্য। আপনারা গুণিন সিনেমা দেখলেই সেটা বুঝতে পারবেন।’

শরিফুল রাজ ও পরীমনি এক সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন ‘গুণিন’ সিনেমার মধ্যে দিয়ে। সিনেমার জুটি এখন যে বাস্তবে সংসার পেতেছেন তা কারোর অজানা নয়। শনিবার সন্ধ্যায় হলগুলোতে তারাও আলো ছড়িয়েছেন।

পরীমনি বলেন, ‘পরপর দুই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পেলো। মনে হচ্ছে চারিদিকে শুধু আমি। সারা শহর আমার পোস্টারে ছেয়ে গেছে। যারা গুণিন দেখে ফেলেছে তারা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমি বলবো এটার পুরো কৃতিত্ব আসলে সেলিম ভাইয়ের। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। পরবর্তীতে হয়তো আপনার সাথে বসে গুণিন দেখবো।’

বর্তমানে যে ২০ সিনেমা হলে ‘গুণিন’ দেখা যাচ্ছে: স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা (পান্থপথ, ঢাকা); স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার (ঝিগাতলা, ঢাকা); স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার (মহাখালী, ঢাকা); স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১, ঢাকা); ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা); মধুমিতা (মতিঝিল, ঢাকা); চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা); শ্যামলী (শ্যামলী, ঢাকা); আনন্দ (ফার্মগেট, ঢাকা); বি জি বি (আজিমপুর, ঢাকা); গীত (যাত্রাবাড়ী, ঢাকা); সুগন্ধা (চট্টগ্রাম); মধুবন (বগুড়া); রূপকথা (পাবনা); সঙ্গীতা (খুলনা); লিবার্টি (খুলনা); মডার্ন (দিনাজপুর); সিলভার স্ক্রিন (চট্টগ্রাম); চাঁদমহল (কাঁচপুর); ও সিনেস্কোপ (আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন) নারায়ণগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ