প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ভাই পলাশ পালকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন এক নেপালি তরুণী। গত ১০ মার্চ ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন পলাশের বড় বোন-অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। জাঁকালো আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
এরপর শনিবার (১২ মার্চ) বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয় বরের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে। বর পলাশ পাল ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পাল দম্পতির ছোট ছেলে। বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনে বর-কনেকে শুভেচ্ছা জানাতে হাজির হন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
জানা গেছে, সিঙ্গাপুরে চাকরি করতেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ভাই পলাশ পাল। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় নেপালি মেয়ে অনুদেবী ভুজেলের। একপর্যায়ে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আড়াই বছর প্রেমের পর যখন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পালা তখনই বাধে বিপত্তি। অনুদেবীর পরিবার কিছুতেই পলাশের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয়।
সব বাধা পেরিয়ে গত ৭ মার্চ অনুদেবী চলে আসেন বাংলাদেশে। ১০ মার্চ ঢাকায় জমজমাট আয়োজনে তাদের বিয়ে দেন পলাশের বড় বোন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমরা চার ভাই-বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীর সঙ্গে তার সম্পর্কের কথা আমরা আগেই জানতাম, সে বলেছে আমাদের। তাদের প্রেমের সফল পরিণয় ঘটাতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। ’
আরো জানা গেছে, অনুদেবীর মা নেপালি হলেও বাবা ভারতীয়। বাবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ী। তবে অনুদেবীরা পরিবারসহ থাকেন নেপালে। সেটাই তাদের বাড়ি। দুই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছে নেপালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।