Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ৭:১৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ওই গৃহিণীর মরদেহ পোস্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতি বেগম নিশানবাড়ীয়া ইউনিয়নের জিউধারা গ্রামের কাওসার হালদারের স্ত্রী। তাদের কোন সন্তান নেই।

পারিবারিক কলহের কারণে ইতি বেগম শনিবার দিবগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী কাওসর হাওলাদার দাবি করেছেন। প্রায় চার বছর পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিকাটা গ্রামের আহম্মদ আলী চৌকিদারের মেয়ে ইতির সাথে বিয়ে হয়েছিল তার।
এ বিষয়ে ইতির পিতা বলেন, আমার মেয়ের সাথে গতকাল শনিবার বিকেলেও ফোনে কথা হয়েছে। সে আত্মহত্যা করবে কেন? আমি তার মৃত্যুর কারণ জানতে চাই। মেয়ের মরদেহ বাবার বাড়ি পটুয়াখালীতে নিয়ে দাফন করা হবে বলেও তিনি জানান।

এ সম্পর্কে থানার ওসি মো. শাহআলম বলেন, ইতি বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করানো হয়েছ। ####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ