Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ ড্রোন বিধ্বস্ত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১১:৪৭ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গতকাল শনিবার বিকেলে একটি রুশ ড্রোন বিধ্বস্ত করার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। কিয়েভের কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ড্রোনটি কিয়েভের পোডিল এলাকায় বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইন লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ড্রোনটি প্রায় ৩ কেজি বিস্ফোরক বহন করছিল। এটি বিধ্বস্ত হওয়ার পর চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বিবিসি জানিয়েছে, তারা ড্রোন বিস্ফোরণের ছবিগুলোর ভৌগোলিক অবস্থান যাচাই করেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮ তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রুশ সেনাবহর। যেকোনো সময় কিয়েভে হামলা হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে কিয়েভের কাছে রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মেলিটোপোল শহরের নির্বাচিত মেয়র ইভান ফেডোরভকে গত শুক্রবার আটক করেছে রাশিয়া। তাঁর পরিবর্তে সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও দাবি করেছেন তিনি। জেলনস্কি বলেছেন, রুশ সেনারা যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে আত্মসমর্পণ করছেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ