গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শুক্রবার হাদিসুরের কফিন ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। ফ্লাইট বাতিল হওয়ায় আজ রোববার ঢাকায় আসছে না রুশ বাহিনীর হামলায় নিহত বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের কফিন।
তবে আগামীকাল দুপুরে পৌঁছাতে পারে হাদিসুরের কফিন। এ তথ্য জানিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
তিনি বলেছেন, ভারী তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী বিমানের ফ্লাইটটি বুখারেস্টে দেরিতে পৌঁছেছে। ফলে ঢাকাগামী যে কার্গো বিমানে হাদিসুরের মরদেহ বুকিং করা হয়েছিল সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। নতুন ফ্লাইটে হাদিসুরের কফিন বুকিং করা হয়েছে। সেটি আগামী ১৪ই মার্চ দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানিয়েছিলেন, রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় নাবিক হাদিসুরের কফিন টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবে। বাংলাদেশ সময় ২টায় হাদিসুরের কফিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।