গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শনিবার(১২মার্চ) দিবাগত রাত তিনটার দিকে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট ঢাকা মেডিকেল স্টাফ কোয়ার্টার সামনে একটি দ্রুতগামী সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সা কে পিছন থেকে ধাক্কা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক অটোচালক চালক আমিনুর রহমান কারি ওরফে মমিনুল( ৩০) কে ভোর সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার (উপ-পরিদর্শক)এসআই রায়হান বলেন, আমি ঐ এলাকায় টহল ডিউটিতে ছিলাম খবর পেয়ে ঢাকা মেডিকেল স্টাফ কোয়ার্টার এলিফেন্ড রোড ঘটনাস্থলে যাই,সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক অটোচালক ছামিনুর কারীকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহতের বাড়ি জামালপুর জেলার, বকশীগঞ্জ উপজেলার,পূর্ব কামালপুর গ্রামের সোনাহর আলীর ছেলে বর্তমানে কামরাঙ্গীরচর ৩ নং গলি বাগানবাড়ি এলাকায় সপরিবারে থাকতেন।
এ ঘটনায় সি এন জি জব্দ করা হয়েছে। চালক পলাতক, ময়নাতদন্তের জন্য মৃতদেহ জরুরী বিভাগ মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।