প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ২০২০ সালের ২১ ও ২৩ মার্চ বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। এর জন্য বেশির ভাগ ক্রিকেটারকেও চূড়ান্ত করা হয়েছিল। ম্যাচের সঙ্গে কনসার্টসহ আরও আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু, মহামারির ধাক্কায় কিছুই আলোর মুখ দেখেনি।
তবে, ম্যাচগুলোর ভবিষ্যৎ নির্ধারণ না হলেও আয়োজন হতে যাচ্ছে কনসার্টের। ‘হোম অব ক্রিকেট’-খ্যাত মিরপুর শেরেবাংলায় গান গাইবেন এ আর রহমান। সঙ্গে দেশীয়দের নিয়েও থাকছে আয়োজন। প্রাথমিকভাবে আগামী ২৯ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
নিজামউদ্দিন জানান, ‘আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৯ মার্চ কনসার্টটি করার। তবে, এখনও পুরোপুরি সব কিছু ফিক্সড হয়নি। এ আর রহমান আসবেন। তবে, সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানাব। আপাতত কনসার্ট নিয়েই পরিকল্পনা এগোচ্ছে।’
কনসার্টের পাশাপাশি ম্যাচ দুটি নিয়ে জানতে চাইলে নিজামউদ্দিন জানালেন, এ মুহূর্তে ম্যাচ দুটি পরিকল্পনায় নেই তাদের, ‘এ ছাড়া যে দুটি ম্যাচ করার পরিকল্পনা ছিল, সেটি আপাতত এখন নয়। এখন শুধু কনসার্ট নিয়ে আমাদের কাজ এগোচ্ছে। বাকিটা দেখা যাক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।