প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অস্কারজয়ী সুরকার এ আর রাহমান প্রথমবারের মতো বাংলাদেশ ও বঙ্গবন্ধুর জন্য নিজের সুরে গান গেয়েছিলেন। গানটি রচনা করেছিলেন বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেল। গত ২৬ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীর বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেই গান বাজানো হয়। গানটি ছিল হিন্দি ভাষার। এবার তিনি গেয়েছেন জুলফিকার রাসেল রচিত একটি বাংলা গান। এটি বাংলাদেশের জন্য গাওয়া তার প্রথম গান। যা শিঘ্রই প্রকাশিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের থিম সং কম্পোজ করা এবং বাংলা গান নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ আর রাহমান বলেন, বঙ্গবন্ধুর জন্য গানটি করার জন্য জুলফিকার রাসেল ভারতে এসেছিলেন। তিনি আমার কথা ভেবেছেন। এটা আমার জন্য খুবই সম্মানের। ভারত ও বাংলাদেশের মাঝে ভালো একটা সম্পর্ক সব সময়ই আছে। আমরা বাংলা ভাষাটাও শেয়ার করি, এক ধরনের বন্ধন ও সংস্কৃতিও শেয়ার করি। জুলফিকার রাসেলের সঙ্গে সমন্বয় করা প্রসঙ্গে তিনি বলেন, জুলফিকার চেন্নাই এসেছিলেন। সপ্তাহখানেক ছিলেন। তিনি সঙ্গে থাকায় গানটি নিয়ে আমাদের অনেক কিছু শেয়ার করা সম্ভব হয়েছে। বাংলা ভাষার গান করা প্রসঙ্গে রহমান বলেন, গানটি যখন গাইলাম, সেখানে উচ্চারণ নিয়ে বারবার চর্চা করতে হয়েছে। জুলফিকার রাসেলের সহযোগিতা নিয়ে আমরা বারবার নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন ভাষা নির্ভুল হয়। বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে এ আর রাহমান বলেন, ইতিহাস থেকে জানতে পারি, আমাদের অনেক চিন্তাবিদ ও বুদ্ধিজীবী বঙ্গ অঞ্চল তথা বাংলাদেশ থেকে এসেছিলেন। ইসলাম নিয়ে পড়াশোনার সময় তাদের অনেকের কথা আমি জানতে পারি। তাছাড়া সংস্কৃতির মধ্যেও আমরা এক ধরনের বন্ধনে আবদ্ধ। বাংলা ভাষাটি বেশ মিষ্টি। অনেকে এ ভাষাকে ‘ভারতীয় ফরাসি’ বলে। কারণ, ফরাসি ভাষা বেশ শ্রুতিমধুর। বাংলায়ও তেমন একটা মধুর স্বাদ আছে। এ ভাষায় যেকোনও গান আরও মধুর শোনায়। বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তাতে কৃতজ্ঞ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।