প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় সঙ্গীতের দুই জীবন্ত কিংবদন্তী এ আর রহমান এবং ইলাইয়ারাজা এক হতে যাচ্ছেন রহমানের দুবাইভিত্তিক উদ্যোগ ফিরদৌস অর্কেস্ট্রাকে উপলক্ষ করে। ইলাইয়ারাজা মার্চের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রহমানের মিউজিক স্টুডিও পরিদর্শন করতে আসেন। তিনি এর আগে দুবাইতে এক্সপো ২০২০-এ পারফর্ম করতে আসেন। এ আর রহমান সামাজিক মাধ্যমে তার ইলাইয়ারাজার আগমনের কথা উল্লেখ করে লিখেন, ‘ফিরদৌস স্টুডিওতে মায়েস্ত্রোকে (ইলাইয়ারাজা) স্বাগত জানিয়ে আনন্দ পেলাম। আশা করি ভবিষ্যতে তিনি ফিরদৌস অর্কেস্ট্রার জন্য কিছু সৃষ্ট করবেন।’ গায়ক-কম্পোজার দুজনের একটি ছবিও এই বার্তার সঙ্গে পোস্ট করেন। এতে দুজনের ভক্তদের মাঝে সাড়া পড়ে যায়। একসময় ইলাইয়ারাজাও সাড়া দিয়ে লিখেন, ‘অনুরোধ গ্রহণ করলাম... অচিরেই কম্পোজ করা শুরু করব।’ এ আর রহমানের নারীদের নিয়ে গঠিত ফিরদৌস অর্কেস্ট্রা ইতোমধ্যে এক্সপো ২০২০-তে পারফর্ম করছে। মোতসার্ট অফ মাদ্রাস নামে খ্যাত মিউজিসিয়ান মধ্যপ্রাচ্যের ৫০ জন নারী মিউজিসিয়ানকে প্রশিক্ষণ দিয়ে এই অর্কেস্ট্রা গঠন করেছেন। তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলের নারীদের ভিন্ন দর্শনে, শিল্পে, সঙ্গীতে সমন্বিত করতে চাই। এটি স্বাধীনতার স্মারক... .,’ তিনি বলেন। এই অর্কেস্ট্রা অক্টোবর থেকে পারফর্ম করা শুরু করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।