Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে এ আর রহমান

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


ভারতের সঙ্গীত পরিচালকদের মধ্যে শীর্ষে যিনি আর যার পরিচয় আধুনিক বিশ্বে সবচেয়ে বেশি তিনি যদি সঙ্গীতে নতুন প্রতিভা বাছাই করেন তাহলে তার চেয়ে ভাল আর কী হতে পারে?ঠিক তাই অচিরেই তা ঘটতে যাচ্ছে; এ আর রহমানকে সঙ্গীত-ভিত্তিক একটি রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যাবে। অস্কার বিজয়ী এই সঙ্গীত মাস্টার একটি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। তিনি আসন্ন ‘দ্য ভয়েস [ইন্ডিয়া]’ রিয়েলিটি শোতে এ আর রহমান একই সঙ্গে সুপার-জাজ ও মেন্টরের ভূমিকা পালন করবেন। সারা ভারত থেকে প্রতিভাবান এবং নতুন সঙ্গীত শিল্পীদের প্রতিভা এই আন্তর্জাতিকভাবে পরিচিত রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে। বিচারক প্যানেলে আরও থাকবেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি এবং গায়িকা কণিকা কাপুর। ‘রোজা’, ‘বম্বে’, ‘তাল’ ফিল্মগুলোর সঙ্গীত পরিচালক এবং ‘বন্দে মাতরম’ গানটির আধুনিক সুরারোপ ও গাইবার জন্য খ্যাত এ আর রহমানের রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় আত্মপ্রকাশ এরই মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনেয়ার’ চলচ্চিত্রের জন্য দুটি অস্কার জয় করেন। ‘দ্য ভয়েস [ইন্ডিয়া]’ রিয়েলিটি শোতে এর আগে বিচারক হিসেবে এসেছেন হিমেশ রেশম্মিয়া, শান, সুনিধি চৌহান, মিকা সিং, সেলিম মার্চেন্ট, নীতি মোহন এবং বেনি দয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারকের আসনে এ আর রহমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ