Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১০:২৯ এএম

শুক্রবার রাতে হবিগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে এই দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: মইনুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি মইনুল।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহত আরো দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ