Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জীবাণু গবেষণাগার ধ্বংসে হু’র পরামর্শ ইউক্রেনকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

ইউক্রেকে অতি-ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগের জীবাণু মজুত রাখা সব সরকারি গবেষণাগার ধ্বংস করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও,হু)। দেশের জনগোষ্ঠীর মধ্যে ‘কোনও সম্ভাব্য রোগ ছড়িয়ে’ পড়া ঠেকাতে বৃহস্পতিবার এই পরামর্শ দেওয়া হয়েছে। জৈবনিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের অভ্যন্তরে রুশ বাহিনীর চলাফেরা এবং বোমাবর্ষণের কারণে গবেষণাগারে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। অন্য অনেক দেশের মতো ইউক্রেনের সরকারি স্বাস্থ্য গবেষণাগারে বিপজ্জনক রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি কোভিড-১৯ নিয়েও গবেষণা চালিয়েছে তারা। এসব গবেষণায় দেশটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ডব্লিউএইচও-এর সহায়তা পেয়ে থাকে। রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে কিভাবে গবেষণা কার্যক্রম চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় ডব্লিউএইচও জানিয়েছে, তারা বিগত কয়েক বছর ধরেই ইউক্রেীয় সরকারি স্বাস্থ্য গবেষণায় সহায়তা দিয়ে আসছে। গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে কিংবা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপত্তা অনুশীলনও এই সহযোগিতার অংশ বলে ওই বার্তায় জানানো হয়। ডব্লিউএইচও বলেছে, ‘এই কাজের অংশ হিসেবে, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থাকে রোগ ছড়ানো ঠেকাতে অতি-ঝুঁকিপূর্ণ গবেষণাগার ধ্বংসের পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ