Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ: তিন কলেজছাত্র কারাগারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:১৯ পিএম

বরগুনা সদর উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫) কে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন কলেজ ছাত্রকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার ৯ মার্চ তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, বরগুনা সদরের দক্ষিণ লবণগোলা এলাকার মতলেব আকনের ছেলে মো. মিরাজ (২১), একই এলাকার জলিল হাওলাদারের ছেলে মো. রুমান (২০) ও জাকির ভুইয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৩)।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা জানান, অভিযান চালিয়ে তিনজন আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে বুধবার সকালে থানায় তিনজনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা করেন ওই স্কুল ছাত্রীর বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ