Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে রুখে দিল গালাতাসারাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৯:২৪ এএম

টানা চার জয়ে স্বরূপে ফের বার্সেলোনা সঙ্গী হলো হতাশার ড্র। কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বার্সেলোনা শুরু থেকে চাপ বাড়ায় গালাতাসারাইয়ের ওপর। ২৬তম মিনিটে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় তারা। ডি-বক্সের ঠিক বাইরে পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় দলটি। মেমফিস ডিপাইয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান গোলরক্ষক ইনাকি পেনা।

বিপরীতে ৩৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল গালাতাসারাই। সের্জিনো দেস্তের ভুলে বল পেয়ে রোনালদ আরাহোর বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন মোহামেদ কেরেম আকতুরকগলু।

দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। আরাহো, নিকো গনসালেস ও ফেররান তরেসের জায়গায় নামান জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস ও উসমান দেম্বেলেকে।

৫৭তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান বুসকেতস। বাঁ দিক থেকে বক্সে মেমফিসের দারুণ ক্রসে স্প্যানিশ মিডফিল্ডারের হেডে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান পেনা।

৭৯তম মিনিটে গালাতাসারাইয়ের গমিস বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ