Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর-বধূ সাজে ‘গুণিন’-এর প্রিমিয়ারে রাজ-পরীমনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১০:৪২ এএম

বহুল আলোচিত ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ারে বধূ সাজে পালকিতে করে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বর সেজে সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় আয়োজন করা হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার। সিনেমার প্রচারণায় এমন আয়োজন আগে দেখা যায়নি।

উপস্থিত সকলের নজর কেড়েছেন রাজ-পরী। নবদম্পতি মঞ্চে ওঠার পর ব্যাকগ্রাউন্ডে বেজেছে বিয়ের গান। তবে অনুষ্ঠান স্থলে গিয়ে বোঝার উপায় ছিল না, এটা কোনও সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান। নানান রঙের আলোয় ঝলমল করছে পুরো অনুষ্ঠানস্থল। এ যেন বিয়ের আয়োজন চলছে। ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ারের সঙ্গে পরীমণি ও শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তাই এই প্রিমিয়ার শোয়ের দাওয়াত পত্রে লেখা ছিল ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’।

এ সময় পরীমনি, শরিফুল রাজ ছাড়াও উপস্থিত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা ও ‘চরকি’র প্রধান নির্বাহী রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুণিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এটি চরকি প্রযোজিত প্রথম সিনেমা যেটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ১১ মার্চ। জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ২০টি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘‘গুণিন’-এ যারা অভিনয় করেছে প্রত্যেকেই সেরাটা দিয়েছে। আমি কাউকে অভিনয় শেখাইনি। শুধু চরিত্রের বিশ্লেষণটা বুঝিয়ে দিয়েছি। শুটিংয়ের আগে আমরা একাধিকবার রিহার্সাল করেছিলাম। তখন সবাই নিজেদের চরিত্রটি ধরতে পেরেছে। তাই আমাকে শুটিংয়ে বেশি কষ্ট করতে হয়নি। আমার বিশ্বাস গুণিনের প্রত্যেকের অভিনয় সবাইকে মুগ্ধ করবে’।

চরকির ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘বাংলা মিডিয়াকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চরকি। জুলাই মাসে যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক কনটেন্ট নিয়ে আসছে। বর্তমানে ১৯৮ দেশে চরকি দেখা যাচ্ছে। এটাই প্রথম চরকির সিনেমা যেটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সবাই সিনেমা হলে ছবিটি দেখবেন।’

পরীমনি-রাজ ছাড়াও আজাদ আবুল কালাম সেইসঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্‌ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

মজার বিষয় হলো- গুণিন সিনেমায় কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শরিফুল রাজ ও পরীমণি। গেল বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েও সেরেছেন নিজেরা! এরপর তাদের দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছেন রাজ-পরী। এদিকে গত জানুয়ারি মাসে পরীমণি জানিয়েছিলেন, তিনি সন্তানসম্ভবা। আগামী সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ