Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশসহ চার রাজ্যে এগিয়ে বিজেপি, পাঞ্জাবে ‘ঝাড়ু’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১০:২৭ এএম | আপডেট : ১০:৫৩ এএম, ১০ মার্চ, ২০২২

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল গণনা চলছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে ভোটের রায় কোন দিকে যায় সেদিকেই নজর দিচ্ছেন সকল ভারতীয়রা। এদিকে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে এখন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন উত্তরপ্রদেশ ও মণিপুরে অনেকটা এগিয়ে আছে বিজেপি, পঞ্জাবে জয়ের পথে আম আদমি পার্টির ঝাড়ু প্রতীক, গোয়া-উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি ও কংগ্রেস।
উত্তরপ্রদেশ: এ রাজ্যে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিজেপি। ২০৩টি আসনে এগিয়ে গেরুয়া শিবির, ১০০টিতে এগিয়ে সমাজবাদী পার্টি, ৫টিতে এগিয়ে বহুজন সমাজবাদী পার্টি, ৪টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্যরা এগিয়ে আছেন ২ আসনে।
মণিপুর: ৮টি আসনে এগিয়ে বিজেপি, ৭টিতে এগিয়ে কংগ্রেস, ২টি করে আসনে এগিয়ে এনপিপি ও এনপিএফ।
পাঞ্জাব: হাড্ডাহাড্ডি লড়াই আপ-কংগ্রেসের, ৪৫টি আসনে এগিয়ে আম আদমি পার্টি, ৩২টিতে এগিয়ে কংগ্রেস, ১৫টি আসনে এগিয়ে শিরোমণি অকালি দল। পাঞ্জাবের চামকৌর সাহেব কেন্দ্রে এগিয়ে বিদায়ী তথা কংগ্রেস প্রার্থী ও মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি।
উত্তরাখণ্ড: ৩৬টি আসনে এগিয়ে বিজেপি, ২৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে একটি আসনে।
গোয়া: ১৪টি আসনে এগিয়ে বিজেপি, ১৭টি আসনে এগিয়ে কংগ্রেস, ৪টিতে এগিয়ে তৃণমূল-এমজিপি জোট
সূত্র : ভারতীয় গণমাধ্যম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ