Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নজির ভেঙে আরও ৩ হাজার কর্মীকে চাকরিচ্যুত করল বেটার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৯:৪৬ এএম

আগেও শিরোনামে এসেছিল মার্কিন সংস্থাটি। বেটার ডট কম নামের সংস্থা একসঙ্গে ৯০০ কর্মী ছাঁটাই করেছিল। তাও আবার এক জুম কলেই। ১৫ শতাংশ কর্মীকে এভাবে চাকরিচ্যুত করে বিতর্কে জড়িয়েছিলেন নিউ ইয়র্কের মর্টগেজ সংস্থাটির সিইও। এবারও একই পথে হাঁটল তারা। আগের নজির ভেঙে আরও বেশি করে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল বেটার ডট কম।
সংস্থাটিতে সবমিলিয়ে আট হাজারের মতো কর্মী রয়েছে। তাদের মধ্যে তিন হাজারই এবার কাজ হারালেন। গত ৮ মার্চ কোনো নোটিশ ছাড়াই ওই কর্মীদের জানিয়ে দেওয়া হয়, তাদের আর দরকার নেই। স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়েছে এ ঘটনাকে ঘিরে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখে ৬০ থেকে ৮০ দিন সময় দেওয়া হবে। ততদিন পর্যন্ত বেতন পাবেন কর্মীরা। তারা যাতে সময় নিয়ে নতুন কাজ খুঁজে নিতে পারেন তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার আগে মাসের প্রথম দিন জুম বৈঠকে ৯০০ জনকে একসঙ্গে ছাঁটাই করেছিল এ সংস্থা। ওই জুম কলের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। তখনই শোনা গিয়েছিল, এমন কাজ সংস্থাটি আগেও করেছে। এবার ফের বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ