Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নিজের মাঠে ড্র করেও শেষ আটে সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৮:২৩ এএম

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ৫-০ গোলে জেতায় শেষ আটে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে সিটির আক্রমণে তেমন ধার ছিল না। ২৪তম মিনিটে প্রথম গোলের জন্য শট নিতে পারে তারা। বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের শট সহজেই ঠেকান গোলরক্ষক।

৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যান রাহিম স্টার্লিং। ফোডেনের থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে ইংলিশ মিডফিল্ডারের চিপ শট এগিয়ে এসে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের পাসে কাছ থেকে বল জালে পাঠান গাব্রিয়েল জেসুস। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭৪তম মিনিটে এদেরসনের বদলি নামেন সিটির তৃতীয় পছন্দের গোলরক্ষক স্কট কারসন। একটু পর দারুণ সেভে জাল অক্ষত রাখেন তিনি। পাওলিনিয়োর প্রচেষ্টা পা বাড়িয়ে ঠেকান ৩৬ বছর বয়সী এই ফুটবলার।

বাকি সময়ে আর পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ