মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জিতবে না রাশিয়া। এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ভ্লাদিমির পুতিন হয়ত ইউক্রেনের এক আধটি শহরের দখল নিতে পারেন। কিন্তু, ওই দেশের শাসক হতে পারবেন না তিনি। বাইডেনের কথায়, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে জয়লাভ করবেন না, এতদিনে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।’
মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ করেছেন জো বাইডেন। মস্কো নিজেদের প্রতিবেশী দেশের উপর অসাংবিধানিক আক্রমণ চালানোয় ওই সিদ্ধান্ত, জানিয়েছেন বাইডেন। তার কথায়, “মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে রাশিয়ার তেল ঢুকবে না। পুতিনের ওয়ার মেশিনের বিরুদ্ধে আবারও সরব হবে আমেরিকা।"
বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেছেন, "পুতিন যা করছেন তাতে বড় মূল্য চোকাতে হবে তার দেশকে।" তার সংযোজন, "পুতিন ইতিমধ্যেই ইউক্রেনের দু' মিলিয়ন বাসিন্দাকে রিফিউজি বানিয়েছেন। আজ তিনি বিশ্ব শান্তিকে নষ্ট করার কাজ শুরু করেছেন। আজ যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমেরিকার বাসিন্দাদের আরও বড় মূল্য দিতে হতে পারে।"
ওই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার কথায়, "জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের পুতিনের দেশ থেকে তেল, কয়লা এবং গ্যাস কিনবে না। এতে পুতিনের ওয়ার মেশিন কিছুটা হলেও স্তব্ধ হল। আশা করি অন্য রাষ্ট্রনেতারাও বাইডেনের পথ অনুসরণ করবেন।" সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।