মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে মুসলমান ছাত্রের সঙ্গে সরকারি এস এস কে এম হাসপাতালের হোস্টেলে এক হিন্দু ছাত্রের এক ঘরে থাকা নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ওই হিন্দু ছাত্রের বাবা ফেসবুক পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের এক মুসলমান ছাত্রের সঙ্গে হোস্টেলে এক ঘরে রাখা হয়েছে আমার ছেলেকে। এ কেমন বিচার। ওদের সঙ্গে আমাদের হিন্দুদের রীতিনীতি, আচার-আচরণের তফাৎ আছে। একঘরে হিন্দু-মুসলিমকে রক্ষা কি সমীচীন? হিন্দু ছাত্রের বাবার এই পোস্ট ঘিরে নিন্দার ঝড় উঠেছে। চিকিৎসক সংগঠনের নেতা ডা. কৌশিক চাকি বলেছেন, এইরকম সংকীর্ণ মানসিকতা অসমীচীন। কারণ, চিকিৎসা বিদ্যা আয়ত্ত করার পর মানুষের চিকিৎসা করতে হয়।
রোগী হিন্দু না মুসলিম তার বিচার হয় না।
হোস্টেলে একঘরে হিন্দু-মুসলমান ছাত্রের থাকার মধ্যে কোনও ভুল নেই। আর চিকিৎসা আন্দোলনের নেতা ডা. শাহ আলম বলেছেন, হিন্দু-মুসলিম বিবেচনা না করে মানুষ হিসেবে নিজেদের ভাবুন অভিভাববকরা। সংশ্লিষ্ট হিন্দু ছাত্রও ফেসবুক পোস্টে জানিয়েছে, আমার বাবার মুসলিম ফোবিয়া আছে। কেন জানি না। তিনি মুসলিমদের একদম সহ্য করতে পারেন না। ওয়াসিম ভাইয়ের সঙ্গে রুম শেয়ার করতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আপনারা ওয়াসিমকে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি তার সঙ্গে এতটুকু খারাপ ব্যবহার করেছি কিনা। হিন্দু ছাত্রটির এই পোস্ট পরিস্থিতি খানিকটা সামাল দিলেও এই যুগেও হিন্দু-মুসলিম তফাৎ করায় প্রশ্নের বুদবুদ থামছেই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।