প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের অভিনয় শিল্পীরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারে। এমনই মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘সাবরিনা’ নামে হইচইয়ের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মেহজাবীন। ওয়েব সিরিজটির নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অভিনেত্রী। সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ।
মেহজাবীন বলেন, ‘আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।’
তিনি বলেন, ‘আমি শুধু একা নই, প্রত্যেক শিল্পীর ২-৩ দিনে এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি। তাই আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘ওটিটিতে আমি অনেক দিন ধরে কাজ করছিলাম না, আমার সঙ্গের অনেকেই করে ফেলেছেন। আমি সময় নিচ্ছিলাম। কারণ, আমি চাচ্ছিলাম এখানে আমার অভিষেকটা খুব ভালোভাবে হোক। আমার চরিত্রটা মানুষ মনে রাখুক। সে চেষ্টায় আমি সবকিছুই ধীরে সুস্থে করি। কিন্তু যখনই করি তখন চেষ্টা করি একশভাগ আন্তরিকতা দিয়ে কাজ করার।’
উল্লেখ্য, আশফাক নিপুণের পরিচালনায় নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সিরিজটি মার্চ মাসেই মুক্তি পাবে বলে জানিয়েছে হইচই বাংলাদেশ। আগামী সপ্তাহে ট্রেলার রিলিজের মাধ্যমে জানানো হবে মুক্তির তারিখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।