প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকাই সিনেমার নায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটি বেঁধে অভিনয় করেছেন ‘তালাশ’ নামের সিনেমায়। সিনেমাটি মুক্তির আগেই এই জুটি আবারও সুখবর দিলেন। সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দু’জনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটেও অংশ নিয়েছেন আদর-বুবলী।
সিনেমাটির প্রসঙ্গে বুবলী বলেন, ‘চন্দন ভাই তো দারুণ মনের একজন মানুষ। নির্মাতা হিসেবেও ভালো একজন নির্মাতা। তার সঙ্গে প্রথম ছবির পর দ্বিতীয় ছবি করছি। আশা করি ভালো কিছুই হবে। অন্যদিকে আদর আজাদের সঙ্গে ইতোমধ্যে একটি ছবি করা হয়েছে। সেও দারুণ অভিনয় করে।’
আদর আজাদ বলেন, ‘‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’
নেতৃত্বের লড়াই ও এলাকার পলিটিক্স নিয়ে নির্মিত হবে ‘লোকাল’। এমনটাই জানিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, একটি এলাকার নেতৃত্বের লড়াই ও বিভিন্ন ভিলেজ পলিটিক্স এ ছবিতে দেখা যাবে। এতে একজন নেত্রীর ভূমিকায় হাজির হবে বুবলী। ‘লোকাল’-এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে টাইগার মিডিয়া।
জানা গেছে, আজ (৯ মার্চ) থেকে সিনেমার শুটিং শুরু হবে। আর চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণের কাজ। ঢাকা ও ঢাকার বাইরে চলবে শুটিং।
উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের ছবিতেও তাকে দেখা যাবে এক প্রতিবাদী নারীর চরিত্রে।
চলতি বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।