Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা আজ আক্রান্ত, কাল আপনারাও হবেন : জেলেনস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১২:২৪ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামাবে না এবং সেখানকার স্বাধীনতার ওপর আঘাত গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলবে। সবাই মনে করছেন যে, আমরা যুক্তরাষ্ট্র বা কানাডা থেকে অনেক দূরে আছি। না, আমরা স্বাধীনতার একই অঞ্চলে আছি। -বিবিসি, সিএনএন

তিনি বলেন, যখন আমাদের অধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তখন আপনার দায়িত্ব আমাদের রক্ষা করা। কারণ, আজ আমরা আক্রান্ত হয়েছি, কাল আপনারাও আক্রান্ত হবেন। কারণ এই জানোয়ারেরা যত বেশি খেতে পাবে, তারা আরও বেশি বেশি খেতে চাইবে। মঙ্গলবার (০৮ মার্চ) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, আমরা ইউক্রেনের আকাশসীমায় কেবল রাশিয়াকে সক্রিয় থাকতে দিতে পারি না, কারণ তারা আমাদের ওপর বোমাবর্ষণ করছে, শেল নিক্ষেপ করছে, তারা ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও ফাইটার জেটসহ আরও অনেক কিছু পাঠাচ্ছে। আমরা আমাদের আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারছি না।

জেলেনস্কি বলেন, আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ যুদ্ধ থামাতে আরও অনেক কিছু করতে পারেন, আমি নিশ্চিত যে তিনি পারবেন এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে, তিনি এটা করতে সক্ষম। ইতোমধ্যে ইউক্রেনের আকাশসীমাকে 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। তারা সতর্ক করে বলেছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে গোটা ইউরোপেই যুদ্ধ বেধে যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শনিবার বলেছেন যে, ইউক্রেনের আকাশসীমাকে 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা মানে হলো সরাসরি যুদ্ধে যোগদানের শামিল।

গতকাল হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মার্কিন সেনাদের এ সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিতে অটল আছেন বাইডেন। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, 'রুশ ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিশ্ববিদ্যালয় এবং পেডিয়াট্রিক ক্লিনিকসহ বেসামরিক কাঠামোতে আঘাত হানছে। যদি একটি ক্ষেপণাস্ত্র মাথার ওপর দিয়ে উড়ে যায়, আমি মনে করি সেটিকে গুলি করে ভূপাতিত করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনাকে জীবন রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ গোটা বিশ্বে প্রভাব ফেলবে।

গতকাল 'এবিসি ওয়ার্ল্ড নিউজ টুনাইট উইথ ডেভিড মুইর' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুনরায় ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যদিও এর আগে তিনি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে এ বিষয়ে সাহায্য করতে অনুরোধ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি।



 

Show all comments
  • Abdullah Al Noman ৯ মার্চ, ২০২২, ১:২৫ এএম says : 0
    এরকম একজন অথর্ব কৌতুক অভিনেতাকে একটা দেশের নেতা বানানোর জন্যই ইউক্রেনের জনগনের জীবন কৌতুকে পরিনত হয়েছে, ধিক্কার এমন কৌতুক অভিনেতাকে, ঢাল নাই তলোয়ার নাই যুদ্ধ করে, যুদ্ধটাকেও কৌতুক ভাবতাছে.......!!!!
    Total Reply(0) Reply
  • Hunter Mosaddek ৯ মার্চ, ২০২২, ১:২৬ এএম says : 0
    প্রেসিডেন্ট পদে একটা পরাশক্তির প্রথম প্রতিবেশী হয়ে কি ভাবে নিজ দেশ পরিচালনা করতে হবে-সেই দুরদর্শীতা এই কৌতুকাভীনেরতার মধ্যে ছিল না। রাশিয়া যদি মেক্সিকোতে তার ঘাটি করে বা মিসাইল বসায় আমেরিকা কি তা কখোনো মেনে নিবে? কিউবায় কি হয়েছিল তা কি পৃথিবী দেখে নাই?
    Total Reply(0) Reply
  • Shariful Islam ৯ মার্চ, ২০২২, ১:২৬ এএম says : 0
    মি. জেলেনস্কি, স্বপ্ন দেখা ভালো কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হওয়ার সম্ভবনা রয়েছে
    Total Reply(0) Reply
  • Ujjal Mallik ৯ মার্চ, ২০২২, ১:২৬ এএম says : 0
    বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি থোরা থোরা যুদ্ধে হারজিত থাকে তবে সাহসিকতা কয়েকজন সরকারের থাকে সেদিক থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজা তো এরকমই হওয়া উচিত
    Total Reply(0) Reply
  • Samaun Saikh ৯ মার্চ, ২০২২, ১:২৭ এএম says : 0
    গাছে কাঁঠাল গোঁফে তেল খুব যুদ্ধ যুদ্ধ খেলা কর আর মানুষের রক্ত ঝরাও.....ভাঙে তবু মচকায়না। আমেরিকার উস্কানি তে তো খুব ভালো কাজে লেগেছ....সুখে খেলে ভুতে কিলায় তাই না।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ৯ মার্চ, ২০২২, ৫:৩৫ এএম says : 0
    তুমি নিজেই তোমার বেইমানীর জন্য আগুনে পুড়িয়ে মরতে হবে ,অন্য কে কি জন্য মারতে চাও,তুমি একজন নাট্যকার বংশ গত মনে হয় তুমি ইউক্রেনী নয় হয় জন্ম গত,মনে হয় তোমার বংশগত ইউরোপীয় ইউনিয়নের অথবা যুক্তরাষ্ট্রের হবে,যদি তুমি ঠিকই রাশিয়া বংশগত হতে তবে তুমি রাশিয়া কে আক্রম করার জন্য রাশিয়ার অংশ দেশ কে হয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি ইউক্রেনে দিতে না,আসলেই তুমি একজন নাট্যকার তোমাকে রাশিয়ার অংশের এবং রাশিয়ার ভাই ইউক্রেনের জনগণ প্রেসিডেনট করে আজ তাদের মরতে হইতেছে,তুমি হিটলারের বাবার বাবা,তবে তোমাকে রাশিয়া ছাড়বে না ,আর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তোমাকে দিয়ে রাশিয়ার কিছু ক্ষতি করতেই তোমাকে (হায়দার আলী পাম্প দিয়েছে ,তবে রাশিয়ার কিছু হবে না ,তুমি কি মনে করেছ পুরা পৃথিবীর দেশ ও জনগণ তোমার (হাওয়া কারী ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের গোলাম,তোমার কারনে পুরা পৃথিবীতে সবাই দুই তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভব না,এখন ও সময় আছে ইউক্রেন থেকে পালিয়ে যাও ,তুমি এত লক্ষ্য ইউক্রেনী রাশিয়ার ভাইদের রক্ত নিয়ে খেলা করতে পার না।
    Total Reply(0) Reply
  • mozibur binkalam ৯ মার্চ, ২০২২, ৬:৪০ এএম says : 0
    ইউক্রেন প্রেসিডেন্ট আমেরিকা ইউরোপ তথা ন্যাটোর পোশা কুকুর। যাকে প্রশিক্ষন দেয়া হয়েছে,রাশিয়ার বিরুদ্ধে ঘেউ ঘেউ করার জন্যে। আমেরিকানরা ইরাকে কি করেছে।দুনিয়াবাসী যানে,আক্রমণ জোরালো করে রাশিয়ার জয় হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • salman ৯ মার্চ, ২০২২, ৭:১৪ এএম says : 0
    Palestine akranto hoye selo, u yahudi, yahudi der somorthon koreso, akhon thela samlaw... Russia valo kore seee
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ