মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামাবে না এবং সেখানকার স্বাধীনতার ওপর আঘাত গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলবে। সবাই মনে করছেন যে, আমরা যুক্তরাষ্ট্র বা কানাডা থেকে অনেক দূরে আছি। না, আমরা স্বাধীনতার একই অঞ্চলে আছি। -বিবিসি, সিএনএন
তিনি বলেন, যখন আমাদের অধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তখন আপনার দায়িত্ব আমাদের রক্ষা করা। কারণ, আজ আমরা আক্রান্ত হয়েছি, কাল আপনারাও আক্রান্ত হবেন। কারণ এই জানোয়ারেরা যত বেশি খেতে পাবে, তারা আরও বেশি বেশি খেতে চাইবে। মঙ্গলবার (০৮ মার্চ) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, আমরা ইউক্রেনের আকাশসীমায় কেবল রাশিয়াকে সক্রিয় থাকতে দিতে পারি না, কারণ তারা আমাদের ওপর বোমাবর্ষণ করছে, শেল নিক্ষেপ করছে, তারা ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও ফাইটার জেটসহ আরও অনেক কিছু পাঠাচ্ছে। আমরা আমাদের আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারছি না।
জেলেনস্কি বলেন, আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ যুদ্ধ থামাতে আরও অনেক কিছু করতে পারেন, আমি নিশ্চিত যে তিনি পারবেন এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে, তিনি এটা করতে সক্ষম। ইতোমধ্যে ইউক্রেনের আকাশসীমাকে 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। তারা সতর্ক করে বলেছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে গোটা ইউরোপেই যুদ্ধ বেধে যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শনিবার বলেছেন যে, ইউক্রেনের আকাশসীমাকে 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা মানে হলো সরাসরি যুদ্ধে যোগদানের শামিল।
গতকাল হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মার্কিন সেনাদের এ সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিতে অটল আছেন বাইডেন। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, 'রুশ ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিশ্ববিদ্যালয় এবং পেডিয়াট্রিক ক্লিনিকসহ বেসামরিক কাঠামোতে আঘাত হানছে। যদি একটি ক্ষেপণাস্ত্র মাথার ওপর দিয়ে উড়ে যায়, আমি মনে করি সেটিকে গুলি করে ভূপাতিত করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনাকে জীবন রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ গোটা বিশ্বে প্রভাব ফেলবে।
গতকাল 'এবিসি ওয়ার্ল্ড নিউজ টুনাইট উইথ ডেভিড মুইর' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি পুনরায় ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যদিও এর আগে তিনি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে এ বিষয়ে সাহায্য করতে অনুরোধ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।