Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার উত্তরপ্রদেশ বিজেপির, পাঞ্জাব পাচ্ছে আম আদমি পার্টি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১০:৪৭ এএম

ভারতের কয়েকটি রাজ্যে একমাসব্যাপী ভোট মহোৎসব শেষ হওয়ার পর রাতে এক্সিট পোল প্রকাশিত হলো। সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে এক্সিট পোলের রায়-উত্তরপ্রদেশ আবার বিজেপির দখলে যাচ্ছে। পাঞ্জাব রাজ্য পাচ্ছে আম আদমি পার্টি বা আপ। আটটি এক্সিট পোলের সবকটি উত্তর প্রদেশ বিজেপিকে এবং পাঞ্জাব অরবিন্দ কেজরিওয়াল'র আপকে দিয়েছে। উত্তরাখন্ড ও মণিপুরে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি সামান্য এগিয়ে। গোয়ায় হ্যাং বিধানসভা হওয়ার সম্ভাবনা বেশি।

সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ও আপ নির্ণয়কের ভূমিকা নিতে পারে। চারশো তিন আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার ২০২।

সবকটি এক্সিট পোল-এ বিজেপিকে ম্যাজিক ফিগারের বেশি আসন দেয়া হয়েছে। উন্নাও, হাথরাসের গণধর্ষণ, মন্ত্রীপুত্রের গাড়িতে কৃষকদের পিষ্ট হওয়ার ঘটনা, আইন শৃঙ্খলা কিছুই দমাতে পারেনি বিজেপি সমর্থকদের। দ্বিতীয়বার যোগী সরকারকেই তারা চায়। যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলে তা ইতিহাস হবে কারণ উত্তরপ্রদেশে তার আগে দ্বিতীয়বার কেউ মুখ্যমন্ত্রী হতে পারেননি। পাঞ্জাবে আপকে এমনকি ১১৭ আসনের বিধানসভায় একটি এক্সিট পোল ১১১ আসন দিয়েছে। দিল্লির পর পাঞ্জাব দখল করলে মোদির পর অরবিন্দই হবেন সবথেকে গ্রহণযোগ্য নেতা। উত্তরাখন্ড-মণিপুরেও বিজেপি সামান্য এগিয়ে থাকায় ২০২৪’র লোকসভা ভোটের দেওয়াল লিখন স্পষ্ট। মোদি এবং যোগী কম্বিনেশন বাজিমাত করতে পারে। গোয়ায় হ্যাং অ্যাসেম্বলি তৃণমূলকে প্রার্থীত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।

সেক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় এ ফোর্স টু রেকন উইথ এর মর্যাদা পাবেন। এক্সিট পোলে সবথেকে খারাপ অবস্থা হয়েছে কংগ্রেসের। সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার নেতৃত্বে যে দেশবাসীর আস্থা নেই তা আবার প্রমাণ হয়ে যাচ্ছে। যদিও এক্সিট পোল অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু এর সাফল্যের হার ৮১ শতাংশ।

সুতরাং, বৃহস্পতিবার একই ফল দেখার প্রবল সম্ভাবনা। অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি। দ্বিতীয় দল আখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আপ নিরঙ্কুশ পাঞ্জাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ