Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনা শহরে ভয়াবহ অগ্নিকান্ড : কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৭:৫৩ এএম

বরগুনা শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ফার্মেসি, একটি আবাসিক হোটেল, ছয়টি লেপতোষকের দোকান, ৩টি বসতবাড়িসহ প্রায় ১৫ টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট টানা আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রবিবার রাত দশটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ধারনা করা হচ্ছে, বসতঘর অথবা সামনের লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বরগুনার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসার পরে তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে তারা গাড়ি সড়িয়ে নেয়। এরপর মৃর্জাগঞ্জ ইউনিট, বেতাগী উপজেলা ইউনিট, পরে নদী পাড় হয়ে পাথরঘাটা ও আমতলী ইউনিটসহ ৫ টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

মুন ফার্মাসি, স্টার ফার্মাসিসহ ৪টি ফার্মেসিসহ খান হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয়। ফার্মেসির ওষধের কেমিক্যালে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ঘটনাস্থল পরিদর্শনে আসলে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীরা উত্তেজিত হয়ে বরগুনা ইউনিটের বিরুদ্ধে অভিযোগ করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন বরগুনা ফায়ার ব্রিগেডের স্টাফদের গাফিলতির কারনে ক্ষয়ক্ষতি বেড়েছে।

মৃর্জাগঞ্জ উপজেলা ইউনিটের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন আমাদের ৫ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ