মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাংকের মাধ্যমে ইউক্রেনকে ১০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে তৈরি হওয়া আর্থিক চাপ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখতে এই সহায়তা দেওয়া হবে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা নিতে চায় যুক্তরাজ্য। প্রতিরক্ষা সামরিক সহায়তা প্রদান, ক্রেমলিনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখা এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কিয়েভের পাশে দাঁড়িয়েছে লন্ডন। এসব ভূমিকার পরও নিষেধাজ্ঞায় ধীর গতি এবং অপর্যাপ্ত শরণার্থী আশ্রয় দেওয়ার কর্মসূচির কারণে সমালোচনার মুখে পড়েছে বরিস জনসনের সরকার। নতুন দশ কোটি ডলারের প্রতিশ্রুতির আগেই ইউক্রেনকে ২৯ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রতিশ্রুতির অর্থ দিয়ে ইউক্রেনের সরকারি কর্মীদের বেতন, পেনশন এবং সামাজিক সুরক্ষার কর্মসূচি অব্যাহত রাখা যাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘যদিও কেবল পুতিনই পারেন ইউক্রেনের জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে, তারপরেও আজকের নতুন অর্থায়ন অবনতি হতে থাকা মানবিক পরিস্থিতির মুখোমুখি হওয়া মানুষের সহায়তায় কাজে লাগবে।’ যুক্তরাজ্যের প্রতিশ্রুত অর্থ বিশ্বব্যাংকের মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিতরণ করা হবে। ইউক্রেনে সহায়তার জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। আরও কয়েকটি দেশ ইতোমধ্যে এই তহবিলে অর্থ দিয়েছে। লন্ডনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড্রো এবং নেদারল্যান্ডসের নেতা মার্ক রুটের সফরের আগে এই অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই দুই নেতার সফরের মধ্য দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আরও জোরালো করা যাবে বলে আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার এই তিন নেতার যৌথ সংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা রয়েছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।