Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৭:১৪ পিএম

অস্ট্রেলিয়া সরকার প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধকবলিত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মিসাইল তথা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সোমবার, ৭ মার্চ এ তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে।
একই দিন চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
রাশিয়ার অভিযানের কারণে দেশটির ওপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এসব দেশ নানাভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং আরো বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সঙ্গে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে মস্কোর ওপর।
এদিকে, রাশিয়ার চলমান সামরিক অভিযানের মুখে দিশেহারা হয়ে গেছে ইউক্রেনের সাধারণ মানুষ। লাখ লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে ১৫ লাখের বেশি ইউক্রেনিয়ান এসব দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৮ মার্চ, ২০২২, ৩:০৫ এএম says : 0
    যখন দশ লক্ষ্য রোহিনগা বাংলাদেশ আসলেন,বার্মার বেপারে ঐ পদক্ষেপ কোথায় ছিল,রাশিয়া চীনের সমালোচনা করে ইউক্রেন কে অস্রে দিয়ে বিশ্ব যুদ্ধের বেবসতা করতে নেতা গীরি করতেছেন না কি,কি চিন্তা ভাবনা করেন এই গুলি সমাধান নয়,রাশিয়া কি জন্য ইউক্রেন আক্রমন করছে,তাহা নিয়ে বিশ্লষণ করেন,কে দুষি তাকে শাস্তি দিতে পারেন,কিন্তু অস্রে দিয়ে নয়,সবাই মিলে দোষী রাষ্ট্রের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিন,আপনারা যে বুদ্ধি করছেন তাতে মানব জাতির ক্ষতি হবে সব কিছু শেষ হয়ে যাবে,যদি বুদ্ধি মান রাষ্ট্রপতি হয়ে থাকেন অস্রে দিয়ে সারা বিশ্বে পারমাণবিক বোমার তামাশা করবেন না,আর যদি হিটলারের মতো হবেন,অস্রের খেলা খেলবেন,সবাই মিলে মিশে রাশিয়ার কি দাবি আগে শুনেন,যুক্তি সংগত হলে সে গুলি মেনে নিন,যুক্তি সংগত না হলে তাকে বলুন তুমি যুক্তি সংগত নয়,অবশ্যই সে সবার কথা চিন্তা করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ