মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কার মধ্যে বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির এক আউন্সের দাম বেড়ে হয়েছে প্রায় দুই হাজার ১ ডলার, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।
আল জাজিরার সোমবারের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় পণ্যের মজুত নিশ্চিত করতে চাইছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে ইক্যুইটি মার্কেটে।
এর আগে বিশ্ববাজারে ২০০৮ সালের পর সবচেয়ে বেশি দামে তেল বিক্রির খবর দেয় বিভিন্ন সংবাদমাধ্যম।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে তেলের দাম। তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১৩৯ ডলারের বেশি দামে। এর আগে ১৩০ ডলারের কম দামে বিক্রি হচ্ছিল এ তেলের ব্যারেল।
বিশ্ববাজারে তেলের সরবরাহে ঘাটতির শঙ্কায় গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছিল ব্রেন্ট ক্রুডের দাম।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটিতে গত এক সপ্তাহে পেট্রলের দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা ও মিত্ররা।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, রাশিয়ার তেল আমদানি বন্ধে আইন করা নিয়ে কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।