নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শেখ রাসেল জাতীয় যুব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন হিমু বাছাড় ও পুষ্পিতা জামান। গতকাল টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে কম্পাউন্ড জুনিয়র ক্যাটাগরিতে পুরুষ একক ইভেন্টে বিকেএসপির হিমু বাছাড় ১৪৫-১৩৭ স্কোরে একই সংস্থার আসিফ মাহমুদ বাপ্পীকে এবং নারীদের এই ইভেন্টে বিকেএসপির পুস্পিতা জামান ১৪৫-১৩০ স্কোরে একই সংস্থার জান্নাতুল ফেরদৌস হারিয়ে স্বর্ণপদক জেতেন। কম্পাউন্ড ক্যাডেট ক্যাটাগরিতে পুরুষ একক ইভেন্টে বিকেএসপির তপু রায় ও শেখ আশরাফিল ইসলামের মধ্যে প্রথম পর্যায়ে ১৪৩-১৪৩ স্কোরে ড্র হয়। পরবর্তীতে দুজনেই একটি করে তীর ছুড়ে তপু রায়ের স্কোর হয় ৯ এবং শেখ আশরাফিলের স্কোর হয় ৮। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে তপু রায় স্বর্ণপদক জেতেন। নারীদের এই ইভেন্টে বিকেএসপির উম্মে হাবিবা অনন্যা ১২২-১২১ পয়েন্টে একই সংস্থার উর্মি খাতুনকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।