Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার ২ কেজি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি ----

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪৬ পিএম

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, আজ শনিবার( ৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোটর সাইকেল আরহী দুই ব্যক্তিকে গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহাআলম। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ