Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে আটকে পড়া ১১ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে এসেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১:৩৬ পিএম

ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে আটকে পড়া ১১ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানিয়েছেন।–বিজনেস স্ট্যান্ডার্ড

 

মন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেন থেকে সরিয়ে আনা ১৭০ জন ভারতীয় নাগরিককে রিসিভ করার সময় একথা বলেন। টুইটারে মুরালীধরন বলেন, অপারেশন গঙ্গা পুরোদমে চলছে, এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ নতুন দিল্লি বিমানবন্দরে ১৭০ ভারতীয়দের একটি দল পেয়ে আমরা খুশি,যাদেরকে এয়ারএশিয়া ইন্ডিয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে৷ অবিরাম সমর্থনের জন্য আমাদের মিশন, বিদেশী সরকারকে এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ