Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিভ টুগেদার করা ১৩৫০ যুগলকে গণবিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১১:৪১ এএম

ভারতের ঝাড়খণ্ডে লিভ-ইন রিলেশনশিপে থাকা প্রায় এক হাজার ৩৫০ যুগলের এক সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও একটি এনজিওর উদ্যোগে খুঁটি স্টেডিয়ামে এই গণবিবাহের আয়োজন করা হয়।

জেলার বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে রীতিনীতি মেনেই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন গ্রামীণ বিকাশ বিভাগের সচিব এন এন সিনহা।
এন এন সিনহা জানান, অনেকেই অর্থনৈতিক বা অন্যান্য সমস্যার জন্য বিয়ে করতে পারেন না। আর সেই কারণে বিয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকতে বাধ্য হন। শুধু তাই নয়, দাম্পত্য সম্পর্ক ছাড়া তাদের সমাজেও স্বীকৃতি পেতে অসুবিধা হয়। তাছাড়া এর ফলে সরকারি প্রকল্পগুলির সুবিধাও পান না তারা।
জেলাশাসক শশী রঞ্জন জানান, নবদম্পতিদের কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি তাদের বিবাহের রেজিস্ট্রেশনও সুরক্ষিত করাসহ ভবিষ্যতে তাদের রেজিস্ট্রেশানের সার্টিফিকেটও দেওয়া হবে।
অন্যদিকে এই বিবাহের আয়োজন সামাজিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল জানিয়ে এনজিও-র সচিব নিকিতা সিনহা জানান, ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামের ধুকু দম্পতিরা লিভ-ইন রিলেশনে থাকতে বাধ্য হন এবং অনেক সমস্যার সম্মুখীনও হন। মুখ্যমন্ত্রী কন্যাদান প্রকল্পের সুবিধাও তারা পান না। এর আগেও এই এনজিও এমন ধরনের আয়োজন করেছে। বিয়েতে নবদম্পতিদের হাতে পোশাক, বাসনপত্র বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়। সূত্র: আজ তাক।



 

Show all comments
  • Bulbul Ahmed ৭ মার্চ, ২০২২, ৬:০৭ পিএম says : 0
    খুব একটি ভালো কাজ করছে
    Total Reply(0) Reply
  • জসিম ৭ মার্চ, ২০২২, ৬:০৯ পিএম says : 0
    সাথে আরও শাস্তির ব্যবস্থা করা উচিত ছিলো
    Total Reply(0) Reply
  • কাওসার ৭ মার্চ, ২০২২, ৬:০৯ পিএম says : 0
    ভারতে এটা কোন ব্যাপার না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ